• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রেরলরেই নজর কেড়েছে আদি পুরুষ! রইল প্রভাস-কৃতী-সাইফের পারিশ্রমিকের তালিকা

Updated on:

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

সদ্য প্রকাশ্যে এসেছে প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত ‘আদি পুরুষ’এর (Adipurush) ট্রেলর। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সকল কলাকুশলীরা। আদিপুরুষের ট্রেলারে দেখা গিয়েছে রামের বনবাস থেকে শুরু করে বানর সেনাদের লঙ্কা আক্রমণ এর মত ঘটনা।

এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক ওম রাউত। বিগ বাজেটের এই সিনেমার পিছনে নির্মাতারা খরচ করেছেন ৫৫০ কোটি টাকা। জানা যাচ্ছে আগামী ১৬ই জুন দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই  সিনেমা। একনজরে দেখে নেওয়া যাক প্রভাস-কৃতী শ্যানন সাইফ আলী খান থেকে শুরু করে অনান্য তারকারা এই সিনেমার জন্য কে কত পারিশ্রমিক নিচ্ছেন।

প্রভাস (Prabhas): বাহুবলি খ্যাত প্রভাস এই সিনেমায় রঘুনন্দন রামের চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমার  জন্য তাঁর পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জানা যাচ্ছে এই সিনেমার জন্য ১৫০ টাকার পারিশ্রমিক পাচ্ছেন প্রভাস।

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

কৃতি শ্যানন (Kriti Sanon): এই সিনেমার মুখ্য চরিত্রগুলির মধ্যে অন্যতম হল দেবী সীতার চরিত্র। সিনেমায় এই চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৩ কোটি টাকা।

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

সাইফ আলি খান (Saif Ali Khan): রামায়ণের জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম হলেন রাবণ। সিনেমায় এই চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। আদিপুরুষের জন্য বলিউডের এই খানের পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা।

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

সানি সিং (Suny Singh): এই ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন ‘পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত সানি সিং। জানা যাচ্ছে এই চরিত্রের জন্য প্রায় দেড় কোটি টাকার পারিশ্রামিক নিয়েছেন তিনি।

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

সোনাল চৌহান (Sonal Chowhan): এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ  ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সোনাল চৌহানকে। জানা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ৫০ লাখ টাকা পারিশ্রামিক নিয়েছেন।

দেবদত্ত নাগে (Debdatta Nage): এই ছবিতে হনুমানের চরিত্রে অভিনয় করেছেন মারাঠি অভিনেতা দেবদত্ত নাগে।

আদিপুরুষ,Adipurush,প্রভাস,Prabhas,কৃতি শ্যানন,Kriti Sanon,সাইফ আলি খান,Saif Ali Khan,সানি সিং,Suny Singh,সোনাল চৌহান,Sonal Chowhan,দেবদত্ত নাগে,Debdatta Nage,পারিশ্রামিক,Remuneration

এই চরিত্রের জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন তা জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥