• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাহুবলী’র সময় দেবসেনার প্রেমে বুঁদ হয়ে ভাঙেন বিয়ে! এখন কৃতির প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রভাস

Published on:

Prabhas reportedly stopped the marriage of Anushka Shetty and now he is reportedly dating Kriti Sanon

দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas) এদেশের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে একজন। পর্দার ‘বাহুবলী’র প্রেম জীবন নিয়ে কিন্তু অনুরাগীদের মধ্যে কম চর্চা হয় না। কখনও শোনা যায়, ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির (Anushka Shetty) প্রেমে মজেছেন তিনি, আবার কখনও শোনা যায় তাঁকে ছেড়ে বলি সুন্দরী কৃতি শ্যাননকে (Kriti Sanon) মন দিয়েছেন। আজকের প্রতিবেদনে প্রভাসের প্রেমজীবনের কিছু ‘অজানা কেচ্ছা’ তুলে ধরা হল।

সম্প্রতি ‘আদিপুরুষ’ জুটি প্রভাস এবং কৃতির প্রেমের গুঞ্জনে ছেয়ে গিয়েছে সংবাদমাধ্যমগুলি। কিন্তু কিছুদিন আগে পর্যন্তও শোনা যেত, ‘বাহুবলী’ সহ অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, আপনি কি জানেন ২০১৫ সালে অনুষ্কার বিয়ে পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন তিনি।‘

Prabhas and Anushka Shetty

চর্চিত প্রেমিকার বিয়ে থামিয়ে দেওয়া প্রসঙ্গে একবার প্রভাসকে জিজ্ঞেস করা হয়েছিল। যার জবাবে অভিনেতা বলেছিলেন, তিনি চান অনুষ্কা শুধুমাত্র ‘বাহুবলী’তে ফোকাস করুক। সেই কারণেই এই কাজ করেছেন তিনি। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। আর সেই কারণেই এই কঠিন পদক্ষেপ নিয়েছিলেন পর্দার ‘বাহুবলী’।

প্রভাস এবং অনুষ্কা দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি। তাঁরা একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন। শোনা যায়, সেখান থেকে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। এরপর সেই ঘনিষ্ঠতা গড়ায় প্রেমে। তবে প্রভাস এবং অনুষ্কা দু’জনেই প্রকাশ্যে এঁকে অপরকে কেবল ‘ভালো বন্ধু’ই পরিচয় দিয়েছেন। কখনও এর চেয়ে বেশি কিছু বলেননি তাঁরা।

Prabhas and Anushka Shetty

তবে এখন শোনা যাচ্ছে, একসময় যে অনুষ্কার প্রেমে পাগল ছিলেন প্রভাস, এখন তাঁকে ছেড়ে কৃতির কাছে গিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ‘আদিপুরুষ’ ছবির সেট থেকেই দু’জনের ঘনিষ্ঠতা শুরু। প্রথমে বন্ধুত্ব এবং তারপর শুরু প্রেম।  যদিও এই বিষয়ে প্রভাস কিংবা কৃতি কেউই মুখ খোলেননি।

Prabhas and Kriti Sanon

অপরদিকে প্রভাস-কৃতির আগামী সিনেমার নিরিখে বলা হলে, শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিগ বাজেট ‘আদিপুরুষ’এর টিজার। ওম রাউত পরিচালিত এই সিনেমায় এই দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন সইফ আলি খান এবং সানি সিংও। শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥