• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়সড় চিন্তায় পড়তে চলেছে বলিউড, পুস্পার পর বলিউডকে টেক্কা দিতে আসছে বাহুবলি ৩

সিনেমাপ্রেমী অথচ বাহুবলি (Bahubali) দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলি ফ্র্যাঞ্চাইজির এই জনপ্রিয় পিরিয়ড ড্রামা ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। মূলত এই সিনেমার হাত ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপক উত্থান হয়, যা কার্যত সাড়া ফেলে দিয়েছিল আসুমদ্র হিমাচল গোটা দেশে।উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজিরএর আগের দুটি  সিনেমাতেই বাহুবলির চরিত্রে অভিনয় করে বিরাট সাফল্য পেয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)।

প্রভাসের বাহুবলি এবং বাহুবলি ২ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিল দক্ষিণী সিনেমা কে। উত্থান কাকে বলে তা এই বাহুবলি সিরিজের মধ্যে দিয়েই দেখিয়ে দিয়েছেন পরিচালক এস এস রাজমৌলি (SS Rajmouli)। আর এখন তো বলিউডকে (Bollywood) টেক্কা দিয়ে গোটা দেশ জুড়ে কার্যত জাঁকিয়ে বসেছে দক্ষিণী সিনেমা। বাহুবলির পর এখন বাজার কাঁপাচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা (Pushpa)।

   

Prabhas,প্রভাস,Bahubali 3,বাহুবলি ৩,SS Rajmouli,এস.এস রাজমৌলি,পুষ্পা,Pushpa

তবে বাহুবলি ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা বাহুবলি ৩ দেখার অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে অসংখ্য ভক্ত। এরইমধ্যে বহুবলি অভিনেতা প্রভাসের একটি মন্তব্য কার্যত শোরগোল ফেলে দিয়েছে বাহুবলি ভক্তদের মধ্যে। যা শুনে মনে হচ্ছে এই বুঝি অবসান হতে চলেছে সমস্ত অপেক্ষার। রুপোলি পর্দায় বাহুবলি ৩ আসতে আর বেশি দেরি নেই।

Prabhas,প্রভাস,Bahubali 3,বাহুবলি ৩,SS Rajmouli,এস.এস রাজমৌলি,পুষ্পা,Pushpa
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যাস্ত অভিনেতা প্রভাস। একের পর এক ঠাসা কাজ রয়েছে তার হাতে। তবে সম্প্রতি আসন্ন সিনেমার ‘রাধে শ্যাম’-এর প্রচারের কাজে তুমুল ব্যস্ত রয়েছেন অভিনেতা। আগামী ১১মার্চ মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত এই সিনেমাটি। এই সিনেমায় দৌলতে পর্দায় প্রথমবার তার সাথে রোম্যান্স করতে দেখা অভিনেত্রী পূজা হেগড়ে কে।

Prabhas going to be married this year predicts astrologer
সম্প্রতি এই সিনেমার প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রভাস। সেখানে বাহুবলি ৩ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই খানিকটা সাসপেন্স রেখেই প্রভাস জানান এই সিনেমার পরিচালক এবং তিনি খুব ভালো বন্ধু। নতুন প্রজেক্ট এর বিষয়ে তারা কথাবার্তা বলছেন। আগামী দিনে কিছু একটা ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিলেও প্রভাস কিন্তু সোজাসুজি বলেননি যে বাহুবলি ৩ তৈরি হবে। কিন্তু বিষয়টি তিনি অস্বীকারও করেননি। আর এতেই ব্যাপক এক্সাইটেড হয়ে পড়েছেন ভক্তরা।