করোনার ধাক্কায় একের পর এক মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর অবশেষে ১২ ই মার্চ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বাহুবলি’ (Bahubali) অভিনেতা প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) । প্রায় ৩ বছর পর অবশেষে মুক্তির আলো দেখল এই সিনেমা। আর শুরুর দিন থেকেই বক্স অফিসে অব্যাহত প্রভাস ম্যাজিক। ফের একবার প্রমাণিত হল প্রভাস মানেই ব্লকবাস্টার হিট।
তাই এই সিনেমা মুক্তির পর থেকেই প্রভাস ভক্তদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। প্রভাস এবং পূজা হেগড়ে (Puja Hedge) অভিনীত এই মহাকাব্যিক প্রেমের গল্প শুরুতেই মন ছুঁয়েছে দর্শকদের। জানা গেছে এই সিনেমায় জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। সিনেমাটি ইতিমধ্যেই হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
শুধুমাত্র শুরুর দিনেই প্রায় ১০০ কোটি টাকার বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে প্রভাসের রাধে শ্যাম। জানা গেছে মুক্তির দিনেই গোটা বিশ্বে মোট ৭৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘বাহুবলি’ প্রভাসের এই ছবি। উল্লেখ্য, করোনা কালে মুক্তি পাওয়া কোনো ছবিই প্রথম দিনের ব্যবসার নিরিখে রাধে শ্যামের ধারেকাছে নেই।শুধু তাই নয় প্রথম দিনেই হিন্দি সংষ্করণে এই সিনেমাটি মোট সাড়ে চার কোটি টাকার ব্যবসা ফেলেছে।
যা থেকে স্পষ্ট বক্স অফিসে আলিয়ার গাঙ্গুবাই কাথিওয়াড়ির দাপটের পর এবার ঝোড়ো ব্যাটিং করতে চলেছে প্রভাসের রাধে শ্যাম। আর প্রভাসের বিগ ওপেনিং মানেই প্রথমে আসে ‘বাহুবলি’র কথা। বাহুবলি ছবির মুক্তিতে প্রথম দিন আয় হয়েছিল ৫ কোটি টাকা। এবার রাধে শ্যাম তা থেকে মাত্র ৫০ লাখ পিছিয়ে। তবে শুরুতেই এই ছবি বুঝিয়ে দিয়েছে এই সিনেমার হাত ধরে আরও এক ব্লকবাস্টার হিট দিতে চলেছে বক্স অফিসে।
তবে ব্যবসা বেশ ভাল হলেও দর্শকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘রাধে শ্যাম’। মনে করা হচ্ছে, এতে ব্যবসায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। জানা গেছে মুক্তির দু’দিনের মধ্যেই সিনেমা টি ১১২ কোটির লক্ষ্মী লাভ করে ফেলেছে। তবে রাধে শ্যামের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। কারণ আগামী দিনগুলোতে কতটা দর্শক টানতে পারে তার ওপর নির্ভর করছে সিনেমার সাফল্য।