• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভ্যালেন্টাইন সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বাহুবলী প্রভাস ও কৃতি

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস (Prabhas)! পাত্রী বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। হ্যাঁ, ঠিকই দেখছেন। গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় প্রভাস-কৃতির বাগদান নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আংটি বদল (Prabhas Kriti engagement) সেরে ফেলবেন এই তারকা জুটি। সত্যিই কি তাই?

কৃতি এবং প্রভাস একসঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতে কাজ করেছেন। ওম রাউত পরিচালত এই সিনেমায় দক্ষিণী অভিনেতাকে দেখা গিয়েছে শ্রীরামের চরিত্রে। অপরদিকে কৃতি অভিনয় করেছেন সীতা মাতার ভূমিকায়। শোনা যায়, সেই ছবির সেট থেকেই প্রেম পর্ব শুরু হয় দু’জনের। সেটে নাকি একসঙ্গে সময়ও কাটাতেন দু’জনে।

   

Prabhas and Kriti Sanon engagement

এরপর ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময় কায়দা করে কৃতি-প্রভাসের প্রেমের কথা ঘোষণা করে দেন বরুণ ধাওয়ান। ‘ঝলক দিখলা জা’য় গিয়ে অভিনেতা বলেছিলেন, ‘কৃতির নাম এই জন্য ছিল না কারণ ওঁর নাম একজনের মনে রয়েছে। একজন মানুষ যিনি এখন মুম্বইয়ে নেই। তিনি এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে শ্যুটিং করছেন’। উল্লেখ্য, প্রভাসকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে।

বরুণের মুখ থেকে একথা শোনার পর থেকেই কৃতি-প্রভাসের প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে। যদিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, এই গুঞ্জন একেবারেই মিথ্যে। যদিও নেটিজেনদের একাংশ তাঁর সেই দাবি মানেননি। এবার শোনা যাচ্ছে, চুপিসারে মলদ্বীপে গিয়ে এনগেজমেন্ট পর্ব সারতে চলেছেন কৃতি এবং প্রভাস।

Prabhas and Kriti Sanon engagement

সম্প্রতি ‘ইটাইমস’এর তরফ থেকে প্রভাসের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি জানান, ‘আদিপুরুষ’ তারকারা ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন। সংশ্লিষ্ট প্রতিবেদনে প্রভাসের টিমকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘প্রভাস এবং কৃতি শুধু বন্ধু। ওঁদের বাগদানের খবর সম্পূর্ণ মিথ্যা’।

প্রসঙ্গত, বাস্তব জীবনে জুটি কিনা তা জানা না গেলেও, ‘আদিপুরুষ’ ছবিতে জুটি হিসেবেই দেখা যাবে প্রভাস এবং কৃতিকে। আগামী ১৬ জুন রিলিজ হতে চলা এই সিনেমায় প্রভাস এবং কৃতি ছাড়াও অভিনয় করেছেন সইফ আলি খান, সানি সিং, বৎসল শেঠের মতো তারকারা। ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ওম রাউত পরিচালিত এই ছবি।