প্রভাস (Prabhas), সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল দেখার মতো। ‘রামায়ণ’এর কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমা বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন প্রত্যেকে। কিন্তু ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বাঁধে গোলযোগ। অনেকেই দাবি করতে থাকেন, রামায়ণের প্রতি সম্মান প্রদর্শন তো দূর, বরং কাহিনী বিকৃত করা হয়েছে ওম রাউত পরিচালিত এই ছবিতে।
টিজার রিলিজের পর থেকেই ‘আদিপুরুষ’এর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল। অনেকে দাবি করেছিলেন, ওম রাউতের ছবিতে লঙ্কেশ রাবণকে বাবর-খিলজির মতো লাগছে। পাশাপাশি কেউ কেউ আঙুল তুলেছিলেন ছবির দুর্বল ভিএফএক্সের দিকেও। নেটিজেনদের একাংশ দাবি করেছিলেন, প্রভাস-সইফের সিনেমার ভিএফএক্স নাকি পোগো চ্যানেলের থেকেও খারাপ!
রিলিজের আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ‘বয়কট আদিপুরুষ’ ট্রেন্ড। চাপে পড়ে শেষমেষ রিলিজের দিনক্ষণ (Release date) পিছিয়ে দেন নির্মাতারা। জানা যায়, ফের নতুন করে ছবির ভিএফএক্সের কাজ শুরু করা হয়েছে। দর্শকদের থেকে তীব্র নিন্দার সম্মুখীন হয়ে এই সিদ্ধান্ত নেন নির্মাতারা।
মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি এই ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস। মাতা সীতার ভূমিকায় দেখা যাবে বলি সুন্দরী কৃতি শ্যাননকে। এছাড়া লঙ্কেশ রাবণ ও লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে যথাক্রমে সইফ আলি খান এবং সানি সিংকে। ছবিতে সইফের লুক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক।
চাপে পড়ে রিলিজের দিনক্ষণ ৬ মাস পিছিয়ে দেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। প্রথমে জানুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে তা জুন মাস করে দেওয়া হয়। ছবিটি ঘিরে চলতে থাকা বিতর্ক কিছুটা কম হতেই এবার প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ রিলিজের দিনক্ষণ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করবে প্রভাস, সইফ অভিনীত এই মেগা বাজেট সিনেমা। ছবির প্রচার শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে অর্থাৎ রাম নবমীর দিন থেকে। এখন এটাই দেখার, দর্শকদের তরফ চাপের সম্মুখীন হওয়ার পর ওম রাউত নিজের ছবিতে কী কী পরিবর্তন করেছেন এবং এই পরিবর্তনের পর দর্শকদের ‘আদিপুরুষ’ ভালোলাগে কিনা।