দক্ষিণী ছবি হলেও বলিউডেও সুপারহিট হয়েছিল ‘বাহুবলী’ (bahubali)। সমগ্র ভারত তথা বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। আর ছবির জেরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রভাস (prabhas)। দক্ষিণী ইন্ডাস্ট্রির হিরো হলেও বর্তমানে বলিউডেও তাঁর চাহিদা কম কিছু নয়। তারকাদের পর্দার বাইরের জীবনযাপন থেকে প্রেম খুঁটিনাটি জানতে সর্বদাই আগ্রহী থাকেন নেটিজেনরা। আর এবার অভিনেতা প্রভাসের প্রেমিকা হয় সোজা স্ত্রীর সম্পর্ক খবর ছড়িয়ে পড়েছে!
এই বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে প্রভাস (prabhas wedding)। এমনটাই ভবিষ্যৎবাণী করলেন বিখ্যাত জ্যোতিষী বিনোদ কুমার। নিজের এই দাবি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে সকলের সাথে শেয়ার করে নিয়েছেন তিনি। জ্যোতিষীর মত, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। এমনকি বিয়ের সময়টাও বলে দিয়েছেন আন্দাজ মাফিক।
জ্যোতিষীর মতে, চলতি বছরের অক্টবরের শেষ সপ্তাহ থেকেই প্রবল বিয়ের যোগ রয়েছে। আর আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টবরের মধ্যেই প্রভাসের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, অভিনেতা প্রভাসের বিয়ের ভবিষ্যৎবাণী নিয়ে অনেক ভক্তরা তাঁর কাছে অনুরোধ করেছিলেন। সেই কারণেই এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি।
বিয়ের পাশাপাশি জোতিষয়ের মতে, গতবছর থেকেই অভিনেতার ভালো সময় শুরু হয়ে গিয়েছে। এই বছরে অভিনেতার জীবনের খুবই ভালো সময় শুরু হয়েছে। অবশ্য এই প্রথম প্রভাসের বিয়ে নিয়ে খবর প্রকাশ্যে আসেনি। এর আগে একধিকবার প্রভাসের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। তবে সেসব প্রতিবারেই নকল বেরিয়েছে। এবার দেখার অপেক্ষা জ্যোতিষী বিনোদ কুমারের ভবিষ্যত্যানী কতটা সফল হয়।
View this post on Instagram
প্রসঙ্গত, অভিনেতার ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। কবিতা প্রভাসকে একজন জোতিষী হিসাবে দেখা যাবে। আর প্রবাসের বিপরীতে যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে।এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। আগামী ১১ই মার্চ রিলিজ হতে চলেছে ছবিটি। প্রভাসের ‘রাধে শ্যাম’ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।