সিনেমা মানেই সাধারণত বলিউড (Bollywood) ভেসে আসে চোখের সামনে। তবে বিগত কয়েক দশকে বলিউডের পাশাপাশি সাউথ বা দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Flim Industry) ছবিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। এমন একাধিক বলিউড ছবি রয়েছে যেগুলি সাউথের সিনেমা নকল করে তৈরী। তবে এবার দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas) একাই বলিউডের যেকোনো ছবিকে দশ গোল দিতে প্রস্তুত হয়ে গিয়েছেন।
সুপারস্টার হবার পরে স্বাভাবিকভাবেই অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক বেড়ে যায়। বলিউডের এমন অনেক অভিনেতা রয়েছেন যাদের একটা ছবির জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত দিয়ে হয়। তবে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছেন বাহুবলি অভিনেতা প্রভাস। হ্যাঁ ঠিকই দেখছেন, রীতিমত রেকর্ড ব্রেকিং পারিশ্রমিক নিতে চলেছেন অভিনেতা। যেটা শুনে হয়তো চোখ কপালে উঠে যেতে পারে আপনারও।
২০১৪ সালে সুপার হিট ছবি ‘বাহুবলী (Baahubali)’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। ছবিটি মূলত দক্ষিণ ভারতের ছবি হলেও গোটা পৃথিবীতে বিভিন্ন ভাষায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বাহুবলী চরিত্রে অভিনয়ের পরেই একধাক্কায় বেড়ে গিয়েছিল প্রভাসের চাহিদা। বর্তমানে ৪২ বছর বয়স হলেও দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি আকর্ষণীয় শরীর রয়েছে অভিনেতার। তাই সাউথের আরও একটি বিগ বাজেট ছবিতে নায়কের চরিত্র পেয়েছেন তিনি।
হ্যাঁ ঠিকই ধরেছেন ‘আদিপুরুষ (Adipurush)’ ছবির কথাই বলছি। ছবিতে শুধু প্রভাস নয় সাথে একাধিক বলিউডের অভিনেতাদেরকেও দেখতে পাওয়া যাবে। সাইফ আলী খান থেকেই কৃতি শ্যানন থাকছেন ‘আদিপুরুষ’ ছবিতে। তবে মজার বিষয় হল বলিউডের সেলেব্রিটিদের থেকে অনেকগুণ বেশি পারিশ্রমিক পাবেন প্রভাস।
বলিউডের কোনো কোনো ছবির বক্স অফিস কালেকশন ১০০ কোটির নীচে হয়। তবে জানলে অবাক হবেন ‘আদিপুরুষ’ ছবির জন্য ১০০ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস। যেমনটা জানা যাচ্ছে মোট ১৫০ কোটি টাকা নিচ্ছেন প্রভাস আদিপুরুষ ছবিটির জন্য। তাই ছবিটি বিগ বাজেট ছবির পাশাপাশি রেকর্ড পরিমানের পারিশ্রমিকের কারণেও জনপ্রিয়তা পাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।