এই মুহুর্তে বলিউডের পাশাপাশি ভারতীয় সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দক্ষিণী ছবিও। করোনার কোপে পড়ে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। সেই সময় মুক্তি পিছিয়েছে বহু প্রতিক্ষীত ছবির৷ অবশেষে ১২ ই মার্চ বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বাহুবলি’ (Bahubali) অভিনেতা প্রভাসের (Prabhas) বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাধে শ্যাম’ (Radhe Shyam) । প্রায় ৩ বছর পর অবশেষে মুক্তির আলো দেখল এই সিনেমা। তবে নিজের নামের জোরে প্রথম দিনেই বক্স অফিসে চূড়ান্ত সফল হয় প্রভাসের এই ছবি।
প্রভাস এবং পূজা হেগড়ে (Puja Hedge) অভিনীত এই মহাকাব্যিক প্রেমের গল্প শুরুতেই মন ছুঁয়েছে দর্শকদের। জানা গেছে এই সিনেমায় জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। সিনেমাটি ইতিমধ্যেই হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। শুরুর দিনেই প্রায় ১০০ কোটি টাকার বিশ্ব রেকর্ড করে তাক লাগিয়েছিল প্রভাসের রাধে শ্যাম।
কিন্তু ছবিটি সমালোচনার ও মুখে পড়েছে খুব। মুক্তির প্রথম দিনে হিন্দি সংস্করণটি বক্স অফিসে তেমন আয় করতে না পারলেও তেলুগুতে ভালোভাবেই শুরু করেছিলো বক্স অফিস যাত্রা। কিন্তু সিনেমাটি নিয়ে সমালোচক এবং দর্শকদের মাঝে দেখা গিয়েছিলো মিশ্র প্রতিক্রিয়া। বেশীরভাগ ক্ষেত্রেই সিনেমাটি নিজেদের হতাশার কথা জানিয়েছিলেন দর্শকরা। যেই হতাশার ছাপও স্পষ্ট দেখা গিয়েছে পরের দুদিনে।
জানা যাচ্ছে, প্রভাসের ছবির এমন সমালোচনা এবং নিন্দে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন প্রভাসের এক অন্ধ সমর্থক। তার অনুরাগীর নাম রবি তেজা। আত্মহত্যার কারণ একটাই, প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাধে শ্যাম’ এর এত সমালোচনা আর খারাপ রিভিউ। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার তিলক নগরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়ে সারা এলাকা জুড়েই৷ ২৪ বছরের রবি তেজা, এই ছবি দেখে নিজেও হতাশ হয়ে পড়েন, এবং তারপরেই এই সিদ্ধান্ত নেন। তবে এই প্রসঙ্গে এখনও কোনোও মুখ খোলেননি অভিনেতা প্রভাস।