• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৃষক আন্দোলনের জেরে ৪০টাকা কেজি বিকোচ্ছে পোল্ট্রি মুরগী,জলের দর ডিমেরও

Published on:

সারা দেশ জোড়া কৃষক আন্দোলনের রেশ এবার সরাসরি এসে পড়ল পোলট্রি ফার্ম গুলোতেও। উত্তর প্রদেশের পোলট্রি সভাপতি তথা ফার্ম মালিক নবাব আলী বলেন, “পোল্ট্রি ফার্মের (Poultry farm) মালিকেরাও কৃষক। আমরা ডিম উৎপাদন করি। কিন্তু আমাদের কোনও সুবিধা দেওয়া হয়না। আমাদের ডিমের MSP নির্ধারিত না। আমরা আমাদের ফার্মের জন্য যেই বিদ্যুৎ নিই, সেটা আমাদের কমার্শিয়াল রেটে দেওয়া হয়। তাও আমরা কৃষক আন্দোলনে কৃষকদের সাথে আছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও এই কৃষি বিলের বিরোধিতা করছি।”

নবাব আলী খান আরও বলেন, ” কৃষক আন্দোলনের জেরে ফার্মের মাল খুব সাবধানে এদিক ওদিক পাঠাতে হচ্ছে। গ্রাহক সংখ্যাও আগের থেকে অনেক কম। গ্রাহকরা ভালোভাবেই জানে ফার্ম মালিকেরা কৃষক আন্দোলন সমর্থন করছেন। এখন সাপ্লাই না থাকায়, আন্দোলনের আগে উত্তর প্রদেশে মুরগীর দাম ৮০ টাকা ছিল, এখন মাত্র ৪০”।

পাশাপাশি কৃষক আন্দোলনের জেরে হুহু করে কমছে ডিমের দাম। এক ডিম ব্যবসায়ী জানান, আন্দোলনের প্রথম ছয় থেকে সাতদিন সবকিছু ঠিকঠাক ছিল। ২রা ডিসেম্বর পাইকারি ১০০ টি ডিমের দাম ৪৬৩ টাকা ছিল। কিন্তু দুই তারিখের পর ডিমের দাম কমতে থাকে। ৭ ডিসেম্বর ডিমের দাম কমে প্রতি ১০০ ডিম ৪২০ টাকায় বিক্রি হয়।

তবু কৃষকরা এককাট্টা তাদের দাবি,তারা এর পরোয়া করেননা। দাম কম হোক, ডিম মুরগী বাড়িতে রেখে দিতে হলেও তারা আন্দোলন থেকে পিছু হটবেন না বলেই জানান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥