বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তথা শিশুশিল্পী হলেন ‘পটল কুমার গানওয়ালা’ (Potolkumar Ganwala) সিরিয়ালের ছোট্ট পটল (Potol)। স্টার জলসার (Star Jalsha) এই জনপ্রিয় মেগা সিরিয়ালে পটলের চরিত্রে অভিনয় করেছিলেন হিয়া দে (Hiya Dey)। ধারাবাহিকে সেসময় এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।
তাই মিষ্টি পটলের চরিত্রে তাঁর অভিনয় আজও চোখে লেগে রয়েছে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের। তবে সময়ের সাথে সাথে এখন বেশ বড় হয়ে গিয়েছেন ছোট্ট পটলকুমার। এখন তাঁর বয়স ১৪ বছর। এখন তাঁকে টিভির পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর প্রায় রোজই দেখা পান। বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিতে থাকেন এই অভিনেত্রী।
তাই এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় নজরকাড়া ফ্যান ফলোয়িং রয়েছে হিয়ার। অভিনেত্রী নিজেও নিরাশ করেন না অনুরাগীদের। তাই নিজের অগণিত ভক্তদের জন্য প্রায়দিনই একাধিক ছবি থেকে রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁকে কোমর দোলাতেও দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নানা ধরণের গানেও। তবে সেসব দেখে সবাই যে শুধুই প্রশংসা করেন তেমনটা ভাবা কিন্তু ভুল হবে।
View this post on Instagram
