বাঙালি মানেই সিরিয়ালপ্রেমী, আর টেলিভিশনের জগতে অনেক সিরিয়াল এসেছে গেছে। তার মধ্যে কিছু সিরিয়াল এমন ছিল যা মানুষের মনে দাগ কেটে গিয়েছে। যেমন ধরুন এক কালের জনপ্রিয় বাংলা সিরিয়াল (Serial) ‘পটল কুমার গানওয়ালা’। বাবা হারা এক মিষ্টি মেয়ে তাঁর বাবাকে খুঁজে চলেছে আর ছোট্ট মেয়েটির বাবাকে খোজ ও গান নিয়েই ছিল সিরিয়ালের গল্প। গল্পে পটলের চরিত্রে অভনয় করেছিল খুদে অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)।
তবে হিয়াকে তার আসল নামের থেকে পটল নামেই লোকে বেশি চেনে। সিরিয়ালের ছোট্ট মেয়ে পটল এখন আর ছোট্ট নেই। সময়ের সাথে সাথে অনেক বড় ও পরিণত হয়েছে পটল ওরফে হিয়া। বর্তমানে অভিনয় জগতের সাথে পড়াশোনার জন্য কিছুটা দূরত্ব বজায় রেখেছে হিয়া। তবে, অভিনয়ের থেকে কি আর দূরে থাকা যায়! সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় পটোলকুমার। প্রায়শই নানা ধরণের ছোট ছোট ভিডিও ক্লিপ বানিয়ে তা শেয়ার করে হিয়া।
এই শর্ট ভিডিওর জেরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার হয়ে গিয়েছে পটোলকুমার থুড়ি হিয়া। ইতিমধ্যেই তার ফলোয়ারের সংখ্যা পেরিয়েছে ৩৮ হাজার। অর্থাৎ বুঝতেই পারছেন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে খুদে অভিনেত্রী হিয়া। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছে হিয়া। যেখানে চিন্তামগ্ন বা বলতে গেলে উদাস দেখাচ্ছে হিয়াকে।
আসলে বর্তমানে করোনা মহামারীর কারণে খুবই সঙ্কটময় পরিস্থিতি গোটা দেশ জুড়ে। মহামারী ছড়িয়ে পড়া আটকানোর জন্য লকডাউন চলছে রাজ্যে। আর লকডাউন মানেই ঘরবন্দি হয়ে বসে থাকা। তাই এবার লকডাউন নিয়েই ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
ভিডিওতে হিয়াকে বলতে দেখা যাচ্ছে, ‘জিন্দেগী বরবাদ হো গেয়া’! ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের প্রতিক্রিয়াও কি এরকমই ছিল লকডাউন ঘোষণা হবার পর’। হিয়ার এই রিল ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই কয়েকশো লাইক পরে গিয়েছে ভিডিওতে।