• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেক্সি পটল! ফিনফিনে পাতলা পোশাক পরে ধরা দিতেই ট্রোলের মুখে ‘পটলকুমার’ হিয়া

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার,Potolkumar,হিয়া দে,Hiya Dey,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি সকলেরই জীবন জুড়ে রয়েছে এখন সোশ্যাল মিডিয়া। বিশেষ করে করোনাকালে  লকডাউনের সময় থেকে সোশ্যাল মিডিয়াই হয়ে উঠেছে মানুষের অবসর সময়ে অন্যতম মাধ্যম। বিশেষ করে সেলিব্রিটিদের কাছে তাদের কাজের আপডেট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া। তা সে নতুন কোনো প্রজেক্টের পোস্টার হোক কিংবা ট্রেলার সবকিছুই প্রচারের ক্ষেত্রে সবার প্রথম পছন্দ সোশ্যাল মিডিয়া।

তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই নিমেষের মধ্যে লাখ লাখ অনুরাগীদের কাছে পৌঁছে যাচ্ছেন একাধিক সেলিব্রেটি বাংলা বিনোদন জগতের এমনই একজন অভিনেত্রী হলেন হিয়া দে (Hiya Dey)। যদিও ছোট পর্দার দর্শক তাঁকে বেশি চেনেন পটল কুমার নামেই। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’ তে পটলের চরিত্রে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় শিশু শিল্পী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার,Potolkumar,হিয়া দে,Hiya Dey,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে সেদিনের সেই ছোট্ট পটল এখন কিন্তু আর সেই ছোট্টটি নেই। এখন তিনি রীতিমতো টিনেজার। প্রসঙ্গত পটল কুমার শেষ হওয়ার পর হিয়াকে সেভাবে আর টিভির পর্দায় দেখা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন এই অভিনেত্রী। সেখানে নিজের জীবনের নানান আপডেট দিতে দেখা যায় তাঁকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার,Potolkumar,হিয়া দে,Hiya Dey,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

যার জন্য প্রশংসার পাশাপাশি অভিনেত্রীর কপালে জোটে নিন্দুকদের সমালোচনাও। সম্প্রতি তেমনি সাদা সরু ফিতের ফিনফিনে একটি শর্ট ড্রেস পড়ে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির ছাদ থেকেই প্রকৃতিকে চুটিয়ে উপভোগ করছেন হিয়া।খোলা চুলে নো মেকআপ তাঁকে দেখে অনেকে আবার তাঁর সাথে জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর তুলনা করেছেন। তবে শুধু প্রশংসা নয় প্রশংসার পাশাপাশি জুটেছে সমালোচনাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার,Potolkumar,হিয়া দে,Hiya Dey,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই  কেউ লিখেছেন ‘পটল পেকে গেছে’ কেউ আবার  হিয়ার মায়ের কাছে সে যে জামাইষষ্ঠী খেতে চেয়েছেন। তো করও মন্তব্য ‘উফ সেক্সি পটল’। যদিও বরাবরের মতো এবারও নিন্দুকদের কোন কটাক্ষের জবাবে মুখ খোলেননি হিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥