• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এঁড়ে বাছুরের লাফালাফি’! ভাইরাল হওয়ার লোভে রিল বানিয়ে ট্রল্ড ‘পটল কুমার’ হিয়া

বাংলা টেলিভিশনের (Television) ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) ছিল ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala)। স্টার জলসার এই সিরিয়াল শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলেও এখনও দর্শকরা পটল, তুলিদের ভোলেনি। এই ধারাবাহিকে ছোট্ট পটলের চরিত্রে অভিনয় করেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শিশু শিল্পী হিয়া দে (Hiya Dey)।

এখনও হিয়াকে দেখলে অনেকেই ‘পটল’ বলে ডাকেন। এই নামেই পরিচিতি অভিনেত্রীর। যদিও দীর্ঘ সময় হয়ে গেল হিয়াকে ছোট পর্দায় দেখা যায় না। মাঝেমধ্যেই প্রিয় ‘পটল’এর অভিনয় দেখার জন্য আকুল হয়ে ওঠে অনুরাগীদের মন। কিন্তু উপায় নেই! আপাতত সিরিয়াল থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। যদিও ছোট পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় (Social media) কিন্তু বেশ সক্রিয় থাকেন তিনি।

   

Hiya Dey, Hiya Dey trolled, Potol Kumar Gaanwala

ছোট্ট ‘পটল’ এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানান ছবি, রিল ভিডিও (Reel video) শেয়ার করেন তিনি। অভিনেত্রীর মা একবার জানিয়েছিলেন, হিয়া নাকি এখন বেশ বেছে বেছে কাজ করতে চায়। কারণ যতই হোক পড়াশোনাও তো সঙ্গে রয়েছে। সেদিনটাও তাঁকে দেখতে হবে।

তবে হিয়ার অনুরাগীদের জন্য স্বস্তি, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। প্রায়শয়ই ট্রেন্ডিং নানান গানের তালে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি যেমন বন্ধুর সঙ্গে একটি নাচের রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে নানান কটাক্ষ (Trolled)।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)


সম্প্রতি বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের একটি জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন হিয়া। সেই নাচের ভিডিও শেয়ার করার পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসছে নানান মন্তব্য। একজন লিখেছেন, ‘এঁড়ে বাছুরের লাফালাফি’। আর একজনের আবার বক্তব্য, ‘আরও শরীর ভাঙতে হবে’। কেউ লিখেছেন, ‘পুরো আগুন’, কারোর আবার বক্তব্য, ‘আরও ভালো করতে হবে’।

Hiya Dey, Hiya Dey trolled

হিয়া অবশ্য এই প্রথম ট্রোলড হচ্ছেন না। কিছু সময় আগে বৌ বেশে একটি ছবি শেয়ার করেও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তখন ‘পটল কুমার গানওয়ালা’ অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘ছবিটা দু’বছর আগের। আমাকে সিঁদুর পরে দেখলেই লোকে নানান মন্তব্য করেন। যারা যা ভাবছেন তা ভাবুক। আমি কোনও মন্তব্যের জবাব দি না, সেগুলো পড়িও না’।