বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) ছিল ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala)। ছোট্ট পটলের কাহিনী দেখার জন্য সন্ধে হলেই টেলিভিশনের সামনে বসে পড়তেন দর্শকরা। এই সিরিয়ালেই হাড় জ্বালানো খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টতেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য (Tramila Bhattacherjee)। ভিলেন হলেও নিজের অভিনয়ের কারণে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা।
‘পটল কুমার গানওয়ালা’ খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল থেকে দূরে ছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘মৌ এর বাড়ি’। সিরিয়ালে। তাঁর অভিনয় খুব পছন্দ সকলের। তাই স্বাভাবিক কারণে প্রথম সারির চ্যানেলে তাঁকে বেশ মিসই করছিলেন প্রত্যেকে। অবশেষে এল সুখবর।
‘মৌ এর বাড়ি’তে অভিনয়ের পর অবশেষে ফের ত্রমিলা প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে প্রত্যাবর্তন করলেন। স্টার জলসায় সদ্য শুরু হওয়া এক ধারাবাহিক নায়কের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই ধারাবাহিক হল ‘পঞ্চমী’।
কয়েকদিন আগেই শুরু হয়েছে ‘পঞ্চমী’। ‘মাধবীলতা’ শেষ হওয়ার পর রাত ৮:৩০ টার স্লটে শুরু হয়েছে এই সিরিয়ালটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্ত। এই ‘পঞ্চমী’তেই রাজদীপ অভিনীত কিঞ্জল চরিত্রটির মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে ত্রমিলাকে।
ডিডি বাংলায় সম্প্রচারিত ‘সীমারেখা’ ধারাবাহিকের হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন ‘পটল কুমার গানওয়ালা’, ‘মৌ এর বাড়ি’ খ্যাত এই অভিনেত্রী। তবে ভিলেন হিসেবে ‘পটল কুমার গানওয়ালা’য় অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি পান ত্রমিলা। দর্শকদের কাছ থেকেও আদায় করে নিয়েছিলেন অনেক ভালোবাসা।
যদিও শুধুমাত্র এই দু’টি ধারাবাহিকই নয়, আরও বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন ত্রমিলা। সেই লিস্টে নাম রয়েছে ‘জয় কালী কলকাতা ওয়ালি’, ‘মোমপালক’, ‘জিয়ন কাঠি’, ‘ময়ূরপঙ্খী’র নাম। তবে ত্রমিলার কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি শো ছিল ‘পৌষ ফাগুনের পালা’, ‘একক দশক শতক’, ‘প্রতীক্ষা ভালোবাসা’। ছোটপর্দায় একাধিক রেকর্ড ভেঙে দিয়েছিল এই শো’গুলি।