• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখন থেকেই হবু বরের জন্য কবিতা! পটলকুমার অভিনেত্রীর লেখা দেখেই ‘পাকা পটল’ বলছে নেটপাড়া

Published on:

Potol Kumar Gaanwala Actress Hiya Dey writes poem for future Husband

টেলিভিশনের পর্দায় বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু  সিরিয়াল থাকে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল ‘পটলকুমার গানওয়ালা’ (Potolkumar Ganwala)। জনপ্রিয় এই ধারাবাহিকে ছোট্ট পটোলের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)।

সিরিয়ালে যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে গান বেঁধে ফেলতো সেদিনের সেই ছোট্ট পটল। আর পটলের গলায় সেই সব গান শুনে মুগ্ধ হতেন দর্শকরা। তবে এখন সময়ের সাথে সাথে বেশ বড় হয়ে গিয়েছে সেই ছোট্ট পটল কুমার। এখন সেদিনের সেই ছোট্ট মেয়েটাই হয়ে উঠেছে আরও মিষ্টি  কিশোরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার গানওয়ালা,Potolkumar Ganwala,হিয়া দে,Hiya Dey,হবু স্বামী,Would Be Husband,কবিতা,Poem,সোশ্যাল মিডিয়া,Social Media

এইটুকু বয়সেই সোশ্যাল মিডিয়ায় দারুন ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর। এখনও পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়া নিয়মিত সক্রিয় থাকেন হিয়া। মাঝেমধ্যেই নিজের নানান ছবি এবং ভিডিও আপলোড করে রীতিমতো ভাইরাল হয়ে পড়েন এই অভিনেত্রী।

কখনও পানীয় আর গ্লাস হাতে নিয়ে আবার কখনো ছোট পোশাকে বোল্ড অবতরে ধরা দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় পর্দার পটল কুমারকে। কেউ কেউ আবার কটাক্ষ করে লেখেন পাকা পটল।  প্রসঙ্গত এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর জন্য একটি কবিতা লিখে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সেদিনের সেই ছোট্ট পটল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,পটলকুমার গানওয়ালা,Potolkumar Ganwala,হিয়া দে,Hiya Dey,হবু স্বামী,Would Be Husband,কবিতা,Poem,সোশ্যাল মিডিয়া,Social Media তবে অনেকেই হিয়ার এই ট্যালেন্ট দেখে প্রশংসাও করেছেন। কেউ কেউ আবার বলছেন একসময় যে পটল সিরিয়ালে গান বাঁধত সেই এখন বাস্তবে কবিতাও লিখছে। ক্যাপশনে ‘টু মাই ফিউচার হাসব্যান্ড’ লিখে একটি ভিডিয়ো শেয়ার করে পুরো কবিতাটা পাঠ করে শুনিয়েছেন হিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)


সেইসাথে অভিনেত্রী লিখেছেন, ‘ভেবেছিলাম কোনওদিন নিজের লেখা কোনও কবিতা শেয়ার করব না। কিন্তু, চিন্তাধারায় পরিবর্তন এসেছে।’ আবার কেউ লিখেছেন, ‘হার্ট টাচিং’ তো কেউ আবার হিয়ার হাজব্যান্ড হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥