• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোই পেকেছে ‘পটল কুমার’, ১৪ বছর বয়সেই বিয়ের সিঁথিতে সিঁদুর, হিয়ার ছবি দেখে হতবাক নেটিজেনরা

Published on:

Potol Kumar Gaanwala,Hiya Dey,Hiya Dey marriage,Hiya Dey as bride,Tollywood,Bengali serial,entertainment,পটল কুমার গানওয়ালা,হিয়া দে,হিয়া দের বিয়ে,টলিউড,বাংলা সিরিয়াল,বিনোদন,Hiya Dey Potol Kumar Gaanwala,হিয়া দে পটল কুমার গানওয়ালা

বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন অনেক সিরিয়াল (Bengali serial) আছে যেগুলি শেষ হয়েছে বেশ অনেকটা সময় হলেও এখনও দর্শকদের মনে সেগুলি গেঁথে রয়েছে। এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala)। পরকীয়া, কূটকচালি বাদে ছোট্ট পটলের (Potol) কাহিনী দর্শকদের শুরু থেকেই প্রচণ্ড ভালোলেগেছিল। এই সিরিয়ালের হাত ধরেই রাতারাতি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন শিশু শিল্পী হিয়া দে (Hiya Dey)।

যদিও ‘পটল কুমার গানওয়ালা’ শেষ হওয়ার বেশ কয়েক বছর পরেও কিন্তু হিয়ার জনপ্রিয়তা দেখার মতো। এখনও অবশ্য তাঁকে দর্শকদের একাংশ ‘পটল’ নামেই বেশি চেনে। সম্প্রতি এই খুদে শিল্পীর ছবি দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

Potol Kumar Gaanwala, Hiya Dey

গতকাল অর্থাৎ শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন হিয়া। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে লাল টুকটুকে শাড়ি, গলায় সোনার হার এবং মাথায় চওড়া সিঁদুর। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। এই বয়সেই বিয়ে করে নিল ছোট্ট পটল! ছবি দেখে কপালে হাত দেওয়ার জোগাড় তাঁদের।

ঘোমটা দিয়ে বধূবেশে দাঁড়িয়ে থাকা হিয়ার ছবি দেখে নেটাগরিকরা নানান ধরণের মন্তব্য করতে থাকেন। একজন যেমন লিখেছেন, ‘আমার বৌ’কে দারুণ লাগছে’। অন্যজন আবার লিখেছেন, ‘পটলের বিয়ে হয় গেল!’

Potol Kumar Gaanwala, Hiya Dey, Hiya Dey as bride

‘পটল কুমার গানওয়ালা’ অভিনেত্রী অনেকদিন হয়ে গেল পর্দা থেকে দূরে রয়েছেন। সামাজিক মাধ্যমেই দেখা মেলে হিয়ার। ছোট্ট পটল এখন সপ্তম শ্রেণির পড়ুয়া। কিন্তু এই বয়সেই বিয়ে! হিয়ার বধূবেশে ছবি দেখার পর আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অভিনেত্রী বলেন, ‘এটা দু’বছর আগের ছবি। আমায় সিঁদুর পরে দেখলেই লোকে নানান মন্তব্য করেন। যাদের যা ইচ্ছা ভাবুন। আমি কোনও ধরণের মন্তব্যের জবাব দিই না, পড়িও না’।

পর্দার পটল অর্থাৎ অভিনেত্রী হিয়া এখন পড়াশোনাতেই মন দিয়েছেন। কোনও চরিত্র মন থেকে ভালো না লাগলে ‘হ্যাঁ’ বলবেন না বলে জানান তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছা আছে তাঁর। আর যদি টাকা জমাতে পারেন তাহলে প্রযোজনার কাজেও আসতে চান বলে জানিয়েছেন হিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥