• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পটলকুমারের পুষ্পা ফিভার! ‘স্বামী’ থেকে ‘উঁহ আন্টাওয়া’ গানে নেচে ভাইরাল পটল অভিনেত্রী হিয়া দে

Published on:

Potol Kumar Actress HIya Dey Dancing on Pushpa Movie Songs

টলিপাড়ায় এমন কিছু অভিনেত্রী রয়েছে যারা অল্প বয়সেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। অভিনেত্রী হিয়া দে (Hiya Dey) তাদের মধ্যেই একজন। পটলকুমার গানওয়ালা (Potol Kumar Ganwala) সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের দৌলতে দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল হিয়া। বর্তমানে ‘ফেলনা’ সিরিয়ালেও দেখা যাচ্ছে হিয়াকে। এমনকি টলিউডের সিনেমাতেও এন্ট্রি হয়ে গিয়েছে ‘নির্ভয়া’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেত্রী।

অভিনয়ের দৌলতে দর্শকদের জনপ্রিয়তার মত  সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হিয়া। ইতিমধ্যেই ৪৫ হাজারেরও বেশি অনুগামী হয়ে  গিয়েছে ইনস্টাগ্রামে। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করে নেন সকলের সাথে। নাচতে খুবই ভালোবাসেন অভিনেত্রী তাই একাধিক নাচের ভিডিও চোখে পরে ইনস্টাগ্রামে উঁকি দিলেই। যে কারণে অনেকের কাছেই বেশ প্রশংসিতও হয়েছেন হিয়া।

পটলকুমার গানওয়ালা,পটলকুমার,হিয়া দে,Potol Kumar Gaanwala,Hiya Dey,Pushpa Movie Songs,Hiya Dey  Dancing,পটল কুমার অভিনেত্রী নাচ,পুষ্পা,Sami Sami Song

তবে সর্বদাই যে প্রশংসা মেলে তা কিন্তু একেবারেই না। বরং উল্টোটাই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে নিজের আঁচের ভিডিও শেয়ার করে বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। কিছুদিন আগেই ঘুরতে গিয়ে সুইমিং পুলে জলমগ্ন হয়ে কিছু ছবি শেয়ার করেছিলেন হিয়া। যে কারণে অনেকেই তাকে কটাক্ষ করেছিল। সম্প্রতি আবারও পুষ্পা ছবির গানে নাচের ভিডিও শেয়ার করে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের তরফ থেকে।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

কিছুগান আগেই রিলিজ হয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা’। দক্ষিণী ছবি হলেও গোটা ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ছবিটি। আর ছবির মতনই গানগুলিও লোকের মুখে মুখে ঘুরছে। অনেক সেলিব্রিটিরা গানের সাথে রিল ভিডিও তৈরী করে শেয়ার করেছেন। এবার হিয়াও সেই দলে নাম লিখিয়েছেন। প্রথমে রাশ্মিকা মান্দানার ‘স্বামী ‘ ও তারপর সামান্থার ‘উঁহ আন্টাওয়া’ গানে শাড়ি পরে নাচের ভিডিও রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

নাচের এই ভিডিওগুলিতে অল্পসময়ের মধ্যেই  হাজারো দর্শক হয়ে গিয়েছে। ভিডিও দেখে মন্তব্যও করেছেন অনেকেই। তবে কটাক্ষও করতে ছাড়েননি নেটিজেনদের কিছুজন। কেউ বলেছেন, এই বয়সে ভালোই পীক গিয়েছিস আর ওভার অ্যাক্টিং ও। অন্যদিকে আরেক জনের মতে, খুব পেকে যাচ্ছিস কিন্তু বোন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥