• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সরকারি সম্মান নেওয়া মানেই তোষামোদি করা নয়! মমতার হাত থেকে পুরষ্কার নিয়েও কটাক্ষ ‘পটকার’

‘খড়কুটো’ ধারাবাহিকের সুবাদে এই মুহুর্তে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছেন পটকা অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। একসময় রাজা গজা সিরিয়ালে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। এরপর একাধিক কাজ করেছেন। বর্তমানে খড়কুটো সিরিয়ালে পটকা চরিতেও অভিনয় করছেন তিনি। খড়কুটো (Khorkuto) সিরিয়ালে শুরু থেকেই অম্বরীশের অভিনয় নজর কেড়েছিল সকলের। তবে জানলে অবাক হবেন অভিনয়ের প্রতি ঝোক কিন্তু কোনোদিনই ছিল না অভিনেতার। তা সত্ত্বেও দুর্দান্ত অভিনয় করেন, আর তাই নয় অভিনয়ের পাশাপাশি দারুন সুন্দর গানের গলায় রয়েছে অভিনেতার। তবে বাকি তারকাদের মত নিজেকে বেশি কাজে ব্যস্ত রাখতে চান না তিনি।

এই কারণেই তার ঝলমলে অভিনয় দেখলে মন ভালো হয়ে যায় ৮ থেকে ৮০ এর। এদিন দুর্দান্ত অভিনয়ের জন্য শাসকদলের নেতা মন্ত্রীদের ডাকে সম্মানিত করা হল খড়কুটোর পটকাকে। আর এই পুরস্কার স্বয়ং তৃণমূল সুপ্রিমোর হাত থেকে গ্রহণ করলেন সকলের প্রিয় পটকা। এদিন কালো রঙের পাঞ্জাবিতে সেজে মঞ্চে ওঠেন অম্বরীশ।

   

Ambarish Bhattacharya,Khorkuto,Mamata Banerjee,অম্বরীশ ভট্টাচার্য,খড়কুটো,মমতা ব্যানার্জি

এরপর তার গলায় নীল সবুজ উত্তরীয় পরিয়ে রাজ্য সরকারের টেলি অ্যাকাডেমি স্মারক তুলে দেওয়া হয় অম্বরীশের হাতে। লীনা গাঙ্গুলির ধারাবাহিক খড়কুটো দুহাত উজার করে নানান সম্মান দিয়েছে পটকাকে।

Ambarish Bhattacharya,Khorkuto,Mamata Banerjee,অম্বরীশ ভট্টাচার্য,খড়কুটো,মমতা ব্যানার্জি

পুরস্কার হাতে পেয়ে সংবাদ মাধ্যমের কাছে পটকার উপলব্ধি, ‘‘শুরুতে না বুঝলেও দু’মাসের মধ্যে ‘পটকা’ বুঝিয়ে দিয়েছে সে দর্শকের কাছে কতটা প্রিয়। ” একদিকে ভালো মানুষ পটকার মেরুদন্ড কিন্তু টানটান। দুইয়ের মিশ্রণ ঘটায় চরিত্রটি ভাল অভিনয়ের সুযোগ করে দিয়েছে।

Ambarish Bhattacharya,Khorkuto,Mamata Banerjee,অম্বরীশ ভট্টাচার্য,খড়কুটো,মমতা ব্যানার্জি

পটকা এই প্রসঙ্গে জানান, আগের সরকার ছোটপর্দার কলাকুশলীদের নিয়ে কিছু ভাবতেন না কিন্তু এই সরকার তা ভাবছে দেখে খুশি লাগছে। কিন্তু অম্বরীশ মনে করেন মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া মানেই সরকারের তোষামোদি করা নয়, কেননা তিনি সরকার কোনোও ভুল বললে সমালোচনা যেমন করবেন ভালো কাজ করলে প্রশংসাও করবেন৷