• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথ ছেড়ে এবার বাঁকুড়ার লালমাটির জঙ্গলে রাজত্ব করবে পুষ্পা! উত্তেজনায় ফুটছে বাংলার দর্শক  

Published on:

পুষ্পা দ্য রুল,Pushpa the Rule,আল্লু অর্জুন,Allu Arjun,সিক্যুয়েল,Sequel,বাঁকুড়া,Bankura

গত বছরের শেষে মুক্তির পথ থেকে সাউথের ‘পুষ্পা’  (Pushpa) রাজ করেছে গোটা দেশবাসীর মনে। সেই থেকেই এই সিনেমার সিক্যুয়েল (Sequel) দেখার অপেক্ষায় দিন গুনছেন অসংখ্য সিনেমাপ্রেমী। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে।  গতবারের মতো এবারও পর্দা কাঁপাতে আসছে পুষ্পা অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। স্মাগলিং দুনিয়ায় জায়গা পাকা করার পর এবার রাজত্ব করতে দেখা যাবে তাকে।

প্রতিদ্বন্দ্বি স্মাগলিং ব়্যাকেটের সাথে আবারও কড়া টক্কর দিতে দেখা যাবে তাকে। আর এখানেই রয়েছে বাংলার দর্শকদের জন্য এক বিশাল বড় চমক। জানা যাচ্ছে এই সিনেমার শুটিং-এর বেশ কিছু দৃশ্য শুট করা হবে  বাঁকুড়ায় (Bankura)। হ্যাঁ ঠিকই পড়ছেন সব ঠিক থাকলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতরা রেঞ্জে হতে পারে পুষ্পার  অ্যাকশন দৃশ্যের শুটিং।

Pushpa Jhukega nahi style

যদিও এখনও পর্যন্ত এই খবরে কোন নিশ্চয়তা মেলেনি। তবে বাঁকুড়ার লালমাটির জঙ্গলে পুষ্পারাজের রাজত্ব করতে আসার খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন বাংলার অসংখ্য অনুরাগী। কবে থেকে এই শুটিং শুরু হবে এ সম্পর্কে প্রযোজনা সংস্থার তরফে এখনও  কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে আগামী বছরের শুরুতেই বাংলায় এসে শুটিং করতে পারেন পুষ্পা অভিনেতা আল্লু অর্জুন।

cropped-Pushpa-Movie-Song-Sami-Sami-Hindi.jpg

পাশাপাশি আগের মতোই এই ছবিতে দেখা যাবে জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানাকে।  মতো এবারও আইপিএস অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে থাকবেন ফাহাদ ফয়জল। সূত্রের খবর এখনও পর্যন্ত নির্মাতারা ‘পুষ্পা ২’ (Pushpa 2)-এর বাজেট রেখেছেন ৩৫০ কোটি টাকা। তবে সেই টাকার অংক ৫০০ কোটি পর্যন্ত ছাড়াতে পারে বলে খবর।

Fahadh Faasil in Pushpa

এছাড়া জানা যাচ্ছে এবার এই সিনেমাটি বিশ্বের মোট ১০ টি ভাষার মুক্তি পাবে। দুদিন আগেই অর্থাৎ ২২শে আগস্ট থেকেই সফর শুরু হয়ে গিয়েছে এই নতুন সিনেমার। পুষ্পা অভিনেতা আল্লু আর্জুনের অনুপস্থিতিতে খুবই সাদামাটা ভাবে সম্পন্ন হয়েছে সেই পুজো। প্রসঙ্গত আল্লু আর্জুন আপাতত নিউইয়র্কে রয়েছেন।

নিউইয়র্ক থেকে ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়বেন ‘পুষ্পা ২’- এর শুটিংয়ে। গতবারের সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ -এ পুষ্পার বিরাট র উত্থান দেখেছিলেন দর্শক এবার এই সিনেমার আসন্ন সিক্যুয়েলে ‘পুষ্পা দ্য রুল’ (Pushpa the Rule) তার রাজত্ব দেখাবেন পরিচালক সুকুমার। যা রুপোলি পর্দায় দেখার জন্য আপাতত আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥