• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের মতোই ভালো! ব্যতিক্রমী লাবণ্য আর বিজয়া মাঠানের ব্যক্তিত্বে মুগ্ধ দর্শক

Published on:

Positive mother in law's of bengali serial

ইদানিং বেশিরভাগ বাংলা সিরিয়ালেই শ্বাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি আর মনো মালিন্যকেই বড়ো করে দেখিয়ে পারিবারিক অশান্তিকেই ফোকাস করে দেখানো হয়। কিন্তু এরইমধ্যে আছে বেশ কিছু ব্যতিক্রমী শ্বাশুড়ি-বৌমার সম্পর্ক। এপ্রসঙ্গে বাংলা সিরিয়ালের এক দর্শক সাউথের সিরিয়ালগুলির শ্বাশুড়ি-বৌমার সম্পর্কের উদাহরণ দিয়ে বলেছেন ‘বাংলা সিরিয়াল এবং সাউথ ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে একটা বিস্তর ব্যবধান আছে।’

সেইসাথে তার আরও সংযোজন ‘বেশিরভাগ বাংলা সিরিয়ালে শ্বাশুড়ি-বৌমার মনমালিন্য আর ভুল বোঝা পড়া দিয়ে তারা একে অপরের সতীনের মতো শত্রু হয়ে ওঠে। আর বিশেষ করে শ্বাশুড়িদের চরম নিচে নামানো হয়! কিন্তু সন্ধ্যাতারা,অনুরাগের ছোয়া এবং বেশ কিছু সাউথ ইন্ডিয়ান সিরিয়াল দেখে মনে হলো এখানে শ্বাশুড়ি-বৌমার ভুল বোঝাবুঝি নয়,তারা কিভাবে একে অপরের বোঝা পড়া দিয়ে মা মেয়ে হয়ে ওঠে সেই গল্পটাই মূখ্য উপজীব্য!’ আজকের প্রতিবেদনে এমনই মায়ের মতো ভালো শ্বাশুড়িদের কথাই বলা হলো।
বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ভালো শ্বাশুড়ি,Good Mother In Law,লাবণ্য সেনগুপ্ত,Labonyo Sengupta,বিজয়া মাঠান,Bijoya Mathan,মহেশ্বরী,Moheswori

লাবণ্য সেনগুপ্ত  (Labonyo Sengupta): স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়া। যা আসলে সাউথের জনপ্রিয় সিরিয়াল ‘কার্তিকা দীপম’-এর বাংলা রিমেক। শুরু থেকেই নায়ক নায়িকা সূর্য-দীপা ছাড়াও এই সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলেন সূর্যের মা লাবণ্য সেনগুপ্ত। বেশিরভাগ সিরিয়ালে যখন শ্বাশুড়ি-বৌমার কূটকচালি দেখে বিরক্ত দর্শক তখন সবার থেকে ব্যতিক্রমী এই সিরিয়ালের দাপুটে শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্ত। বিশেষ করে তার সাথে বৌমা দীপার সম্পর্ক দেখে সত্যিই মন ভালো হয়ে যায় দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ভালো শ্বাশুড়ি,Good Mother In Law,লাবণ্য সেনগুপ্ত,Labonyo Sengupta,বিজয়া মাঠান,Bijoya Mathan,মহেশ্বরী,Moheswori

বিজয়া মাঠান (Bijoya Mathan): সদ্য স্টার জলসার পর্দায় শুরু হয়েছে আরও একটি নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। এই সিরিয়ালটিও সাউথের ‘দেভাথা’ সিরিয়াল থেকে অনুপ্রাণিত। এখানেও শুরু থেকেই গ্রামের প্রধান বিজয়া মাঠান কে ন্যায়ের প্রতীক হিসাবে দেখানো হচ্ছে। যিনি সাংসরিক কূটকচালি নয় বরং ন্যায় বিচারের পক্ষপাতী অত্যন্ত সাহসী এক চরিত্র। আগামীদিনে তার সাথেও যে তাঁর ছেলের বৌয়ের সুসম্পর্ক দেখা যাবে তা বলাই বাহুল্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ভালো শ্বাশুড়ি,Good Mother In Law,লাবণ্য সেনগুপ্ত,Labonyo Sengupta,বিজয়া মাঠান,Bijoya Mathan,মহেশ্বরী,Moheswori

মহেশ্বরী (Moheswori): সাউথের থেকে অনুপ্রাণিত না হলেও বাংলা সিরিয়ালের জগতে মায়ের মতোই ভালো এমনই একজন কড়া ধাঁচের জনপ্রিয় শ্বাশুড়ি হলেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের মহেশ্বরী দেবীর চরিত্র।

unknown facts about Femous Tollywood actress Mithu Chakraborty's personal life

তাঁর সাথেও তাঁর ছেলে শংকরের বৌ ঐশানি অর্থাৎ ইসমার্ট মেয়ের সম্পর্ক কিন্তু একেবারে মা মেয়ের মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥