• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গর্ভে সন্তান নিয়েই ভরা মাঘে শরিফুলের সাথে সামাজিক বিয়ে, রইল পরীমনির বিয়ের ছবির অ্যালবাম

Published on:

Porimoni,পরিমণী,Shariful Raj,শরিফুল রাজ,Social Marriage,সামাজিক বিয়ে,Photo Album,ফটো অ্যালবাম

সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ শীতের মরশুম মানেই একের পর এক বাজতে শুরু করে বিয়ের সানাই। এরই মাঝে সমস্ত বিতর্ক জল্পনা দূরে সরিয়ে অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে সারলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরিমণি (Porimoni)। উল্লেখ্য মাদক কান্ডে নাম জড়ানোর পর গত বছরের ১৭ অক্টোবর জেল থেকে ছাড়া পান এই জনপ্রিয় ঢালিউড (Dhaliwood) অভিনেত্রী।

গতকাল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের (Shariful Raj) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিমণি। তবে এদিন তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেও পরিমণি জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তারা গোপনে বিয়ে সেরেছিলেন। এখানেই শেষ নয় এরপরেই চারদিকে চাউর হয়ে যায় পরিমণির অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

Porimoni,পরিমণী,Shariful Raj,শরিফুল রাজ,Social Marriage,সামাজিক বিয়ে,Photo Album,ফটো অ্যালবাম

প্রসঙ্গত বাংলাদেশের জনপ্রিয় পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবিতে অভিনয় করার সময় রাজের সঙ্গে আলাপ হয় পরীমণির। এরপরেই তিনি মাদক-কাণ্ডে জড়িয়ে পড়েন। জামিন পাওয়ার পর ক্রমশ রাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে পরীর। সেই সময়ে রাজও গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

Porimoni,পরিমণী,Shariful Raj,শরিফুল রাজ,Social Marriage,সামাজিক বিয়ে,Photo Album,ফটো অ্যালবাম

উল্লেখ্য শনিবারই সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেছিলেন পরীমণি। এ বার প্রকাশ্যে এল তাদের বিয়ের ছবি। এদিন ফেসবুকের পাতায় তাদের বিয়ের প্রথম ছবি শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরী।

Porimoni,পরিমণী,Shariful Raj,শরিফুল রাজ,Social Marriage,সামাজিক বিয়ে,Photo Album,ফটো অ্যালবাম

তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যে। উল্লেখ্য বিয়ের দিন মেরুন রঙের বেনারসির সাথে ঘিয়ে রঙের ওড়না পরেছিলেন পরীমনি, সাথেই ছিল নজরকাড়া সোনার গয়না। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥