• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে নয় এবার বাস্তবেই বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন এই টেলি অভিনেত্রী

Published on:

Popular Television Actress Sumbul Touqeer's Father fot married second time

বাবা-মায়েরা যেমন আদর-যত্নে ছেলে মেয়েদের বুক দিয়ে আগলে রাখেন, তাঁদের গায়ে একফোঁটা আচড় পর্যন্ত লাগতে দেন না। ঠিক তেমনই বড় হয়ে সন্তানদেরও দায়ীত্বের মধ্যেই পড়ে তাঁদের প্রাপ্য টুকু তাঁদের ফিরিয়ে দিয়ে যথাসম্ভব আদর-যত্নে রাখা। সাধারণত বাবা-মায়েরাই ধুমধাম করে বিয়ে দিয়ে থাকেন ছেলে-মেয়েদের।

কিন্তু এবার উল্টো পথে হেঁটে মেয়েরাই বিয়ে দিতে চলেছেন নিজের বাবার। পাত্রীও রেডি, আগামী সপ্তাহেই দ্বিতীয়বার বাবার বিয়ে দেবেন তাঁরা। ভবিষ্যতে বাবা যাতে একাকিত্বে না ভোগেন সেজন্যই তার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছেন দুই মেয়ে। যাতে তিনি আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে পারেন তাই এই অভিনব প্রয়াস নিয়েছেন মেয়েরা।

Imli actress Sumbul Touqeers fathers second marriage 

এই পর্যন্ত পড়ে অনেকেই ভাবছেন হয়তো কোনো সিনেমার চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে। কিন্তু আসলে তা নয়, বাস্তবেই বাবার বিয়ে দিতে চলেছেন জনপ্রিয় এক টেলি অভিনেত্রী। তিনি হলেন স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইষ্টিকুটুম’এর হিন্দি রিমেক অর্থাৎ স্টার প্লাসের হিন্দি সিরিয়াল ‘ইমলি’র নায়িকা সম্বুল তাওকির (Sumbul Touqeer)।

প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরে সম্বুল ব্যাপক জনপ্রিয়তা পেলেও দর্শকমহলে তিনি পরিচিতি পেয়েছিলেন ভারতীয় টেলিভিশনের অন্যতম বিতর্কিত রিয়ালিটি শো বিগ বসের সিজন ১৬ থেকে। সম্প্রতি সংবাদমাধ্যমে বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘মা ছেড়ে যাওয়ার পর বাবা আমাদের অনেক কষ্ট করেই বড় করেছেন তবে এবার আমাদের পালা।’

Imli actress Sumbul Touqeers fathers second marriage 

অভিনেত্রী জানিয়েছেন তিনি এবং তার বোন প্ল্যান করেই বাবাকে রাজি করিয়েছেন দ্বিতীয় বিয়ের জন্য। সম্বুলের কথায় ‘আমরা খুব খুশি নিলোফারের মধ্যে দিয়ে আমরা নতুন মা পাব। একজন নতুন বোন পাব. আমাদের জীবনটা যেন এবার নতুন পথে গড়াবে’। জানা যাচ্ছে সম্বুলের জিনি নতুন মা হতে চলেছেন তিনি নিজেও একজন ডিভোর্সি। তারা এক মেয়েও  রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥