• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার ভিডিও বিক্রি করে ও টাকা কামায়! স্বামী স্যামের বিরুদ্ধে ফের বিস্ফোরক পুনম পান্ডে

Updated on:

এর আগে স্বামী স্যাম বম্বের নামে মারধর শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন পুনম পান্ডে। ফের স্বামীকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক পুনম পান্ডে। এবার তার অভিযোগ, পুনমের উত্তেজক ব্যক্তিগত ভিডিও বিক্রি করে টাকা উপার্জন করেন স্যাম বম্বে। বিয়ের ১২ দিনের মাথাতেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

এবার আরও ভয়ানক অভিযোগ করলেন পুনম৷ পুনম জানান, “আমার নামে নিত্যনতুন প্রতিবেদন বের হচ্ছে, কিছু লোকজন আমায় খারাপ কথা বলছেন জানিনা কেন। তবে আমি একটুও মিথ্যে বলছিনা৷ ওর (স্যাম বম্বে) সামনেই বলছি ও আমার ভিডিও বিক্রি করে টাকা রোজগার করে। আর লোকজন আমায় খারাপ বলছেন”।

১ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন পুনম এবং স্যাম। বিয়ের পর মাত্র কয়েকদিনের মাথাতেই স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে গুরুতর শ্লীলতাহানির অভিযোগ আনেন পুনম। পুনম জানান, ”গত দেড় বছর ধরেই আমি এই খারাপ সম্পর্কে ছিলাম, তবে আমার ধারনা ছিল, যদি আমি ওকে বিয়ে করি, তাহলে হয়ত সব ঠিক হয়ে যাবে। তবে এখন দেখছি, বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করলাম।” ইতিমধ্যেই নাকি স্বামী স্যাম বম্বে তার ইন্সটাগ্রাম থেকে পুনমের সব ছবি মুছে ফেলেছেন, কিন্তু পুনম এখনো পেরে ওঠেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥