• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিব-কৃষ্ণ অবতার! ভগবানকে সাক্ষী রেখে নিজের ছেলের নাম প্রকাশ্যে আনলেন পূজা ব্যানার্জি

Published on:

শুভশ্রীর (subhasree ganguly) পর এবার সদ্য মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (pooja banerjee)। গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা। করোনার জেরে পূজা কুণালের (kunal verma) ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি।

এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। সদ্য এক মাসের জন্মদিনও উদযাপন হয়েছে পূজা-পুত্রের।কিন্তু এতদিন পর্যন্তও পূজা-কুনালের ছেলের নাম কী তা জানতে পারা যায়নি।

সম্প্রতি, পূজার একটি ইন্সটাগ্রাম (instagram) পোস্টে তা জানা গেল। ভগবান শিব ও ভগবান কৃষ্ণকে সাক্ষী রেখে পূজা জানালেন তার ছেলের নাম কৃশিব ভার্মা (krishiv verma)। খুদের সঙ্গে পূজা এবং কুনাল উভয়েই একটি করে সুন্দর মুহুর্তের ছবি শেয়ার করে এই নাম সামনে আনেন।

ছবি শেয়ার হতেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে খুদেকে আশীর্বাদ আদরে ভরিয়ে দিয়েছেন নেট জনতা।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥