• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের পৌষমাস, বলিউডের সব্বোনাশ! ৫০০ কোটি পেরিয়েছে Ponniyin Selvan, পার্ট ২ নিয়ে এল বড় আপডেট

Published on:

Ponniyin Selvan shot simultaneously with PS1, release date revealed

মণি রত্নমের স্বপ্নের প্রোজেক্ট শুনেই দর্শকরা বুঝে গিয়েছিলেন, ঠিক কেমন সিনেমা হতে চলেছেন ‘পোন্নিয়িন সেলভান ১’ (Ponniyin Selvan 1)। সেই জন্যই দীর্ঘ সময় ধরে এই ছবির জন্য অপেক্ষা করে বসেছিলেন তাঁরা। আর প্রত্যাশা মতোই রিলিজ করতেই বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। ইতিমধ্যেই প্রায় ৫০০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে মণি রত্নমের (Mani Ratnam) ছবি।

‘পোন্নিয়িন সেলভান’এর গল্প থেকে শুরু করে কাস্ট, সবেতেই রয়েছে চমক। চিয়া বিক্রম থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, তাক লাগানো কাস্টিং এই বিগ বাজেট ছবির। ‘পোন্নিয়িন সেলভান ২’এ (Ponniyin Selvan 2) সব কিছুই থাকবে দ্বিগুণ। কারণ দর্শকদের প্রত্যাশাও প্রথম ভাগ দেখেই অনেকটা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই সিক্যুয়েলের জন্য হাপিত্যেশ করতে শুরু করে দিয়েছেন দর্শকরা? তবে এবার একটি সুখবর রয়েছে। ছবি রিলিজের দিন সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে।

Ponniyin Selvan

পরিচালক মণি রত্নম ‘পোন্নিয়িন সেলভান ১’ সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠকে আগেই জানিয়েছিলেন যে প্রথম ছবি রিলিজের ৬-৯ মাসের একটি বিরতির পর রিলিজ করবে ‘পোন্নিয়িন সেলভান ২’। জানিয়ে রাখি, ‘পোন্নিয়ন সেলভান’এর দুই ভাগের শ্যুটিংই কিন্তু একসঙ্গেই হয়ে গিয়েছে।

তবে এবার ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আগামী বছরের গ্রীষ্মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পোন্নিয়িন সেলভান ২’। ছবির নির্মাতারা রিলিজের জন্য তামিল নববর্ষকে বেছে নিয়েছেন। জনপ্রিয় এক ট্রেড অ্যানালিস্ট জানিয়েছেন, তামিল নববর্ষে ছবিটি রিলিজ হওয়া প্রায় নিশ্চিত হলেও, এখনও দিন নিশ্চিত করেননি নির্মাতারা। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সেই দিন নিশ্চিত করে ফেলবেন তাঁরা।

Ponniyin Selvan

শুধু এটুকুই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘পোন্নিয়িন সেলভান ২’এর শ্যুটিং তো আগেই সারা হয়ে গিয়েছে। এবার শীঘ্রই ছবির পোস্ট প্রোডাকশনের কাজও শুরু হয়ে যাবে।

জানিয়ে রাখি, মণি রত্নম পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমা কল্কি কৃষ্ণমূর্তির লেখা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছবিতে পোন্নিয়িন সেলভান ওরফে অরুলমোঝি বর্মণের চরিত্রে অভিনয় করেছেন জয়রাম রবি। ঐশ্বর্যকে দেখা গিয়েছে রানী নন্দিনী এবং চিয়া বিক্রম অভিনয় করেছেন আদিত্য কারিকালানের চরিত্রে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥