চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ (Ponniyin Selvan I)। পরিচালকের স্বপ্নের প্রোজেক্ট ছিল এটি। দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরাও। অবশেষে গত ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে (Box office collection) ঝড় তুলেছে ‘পোন্নিয়িন সেলভান’।
মণি রত্নমের (Mani Ratnam) ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল ঋত্বিক রোশন, সইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেধা’ (Vikram Vedha)। কিন্তু সেই ছবি ‘পোন্নিয়িন সেলভান’এর কাছে কার্যত উড়ে গিয়েছে। ‘বিক্রম বেধা’ দেখার পর যেখানে দর্শকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, সেখানে ‘পোন্নিয়িন সেলভান’ দেখে কার্যত মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা।
চিয়ান বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, তৃষা কৃষ্ণন অভিনীত এই সিনেমা ৫০০ কোটি টাকার এক বিশাল বাজেটে তৈরি হয়েছিল। ছবির বক্স অফিস কালেকশন দেখে মনে হচ্ছে সেই অঙ্ক অতিক্রম করা এখন নেহাতই সময়ের অপেক্ষা। প্রথম সপ্তাহে না হলেও, দ্বিতীয় সপ্তাহে ছবি নির্মাণের টাকা ঘরে তুলে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান’।
রিলিজের পর থেকে মাত্র দু’দিনেই সারা বিশ্বের বক্স অফিস কালেকশনের নিরিখে ১৫০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে মণি রত্নমের সিনেমা। সম্প্রতি একজন নামী ট্রেড অ্যানালিস্ট টুইট করে সেই সংবাদ জানিয়েছেন।
বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা টুইটারে লিখেছেন, ‘মাত্র ২ দিনে, পোন্নিয়িন সেলভান ১ সারা বিশ্বের বক্স অফিসে ১৫০ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে’। দর্শকদের তরফ থেকে এখনও ছবিটি নিয়ে যা আগ্রহ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বিপুল লাভ করতে চলেছে মণি রত্নমের সিনেমা।
In 2 days, #PS1 has grossed more than ₹ 150 Crs at the WW Box office.. ?
— Ramesh Bala (@rameshlaus) October 2, 2022
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ‘গেম চেঞ্জার’ হল ‘পোন্নিয়িন সেলভান’। এই ছবিই বদলে দেবে সম্পূর্ণ ইন্ডাস্ট্রি। ছবিতে অভিনয়ও করেছেন সাউথ, বলিউডের একাধিক নামী তারকা। ছবির সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।