• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুকিয়ে সাত পাকে বাঁধা পড়ল পঞ্চমী! নেটপাড়ায় ফাঁস সুস্মিতার বিয়ের অ্যালবাম

Published on:

Ponchomi Serial actress Sushmita Dey Wedding look video viral on social media

বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি ‘পঞ্চমী’ (Panchomi)। দীর্ঘদিন পর বাংলায় আবারও নাগিনের গল্প নিয়ে হাজির হয়েছে চ্যানেল। আর এই কাহিনীর নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। এর আগে অবশ্য ষ্টার জলসার একাধিক সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। তবে শেষ কাজ ‘বৌমা একঘর’ ফ্লপ হয়ে তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছিল। সেই তুলনায় শুরুতেই সকলের মন জিতে নিতে পেরেছে ‘পঞ্চমী’।

পরিচিত অভিনেত্রী হওয়ায় দর্শকদের কাছে জনপ্রিয়তা ভালোই রয়েছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়াতেও বেশ বড়সড় ফ্যান ফলোয়িং রয়েছে তাঁর। সিরিয়ালের পর্দায় আগামী দিনে কি হতে চলেছে সেই নিয়েও কৌতূহল কম নয় দর্শকদের মধ্যে। এবার জানা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। অবশ্য বাস্তবে নয় পর্দায় অর্থাৎ পঞ্চমী সিরিয়ালে।

Ponchomi Kingal wedding

এমনিতে চ্যানেলের পক্ষ থেকে সিরিয়ালের আগাম প্রোমো দেওয়া হয়। তবে এবার সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লাল পাড় সাদা শাড়ি, হাতে শাখা পলা থেকে সিঁথি ভর্তি সিঁদুরে দেখা যাচ্ছে তাকে। সুন্দর করে বিনুনি করা চুল, পায়ে আলতা আর লাজুক বৌয়ের সাজে অপূর্ব লাগছে অভিনেত্রীকে।

শুধু ছবি নয় সাথে একটি ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ‘ওই বেনি খুলে’ গানের সাথে রিল বানিয়েছেন তিনি। সাজ দেখে বোঝাই যাচ্ছে যে পঞ্চমী সিরিয়ালের লুকেই এই ভিডিও করা। অর্থাৎ বলাবাহুল্য শীঘ্রই সিরিয়ালে বিয়ের ট্র্যাক আসতে চলেছে। সেটারই একটা হিন্ট দিয়ে ফেলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, সোমবার থেকে পঞ্চমীতে শুরু হয়েছে মহা বিবাহ পর্ব। এসপ্তাহেই কিঞ্জলের সাথে বিয়ে হয়ে যাবে পঞ্চমীর। চ্যানেলের তরফ থেকেও দুজনের বিয়ের প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে। এখন আগামী দিনে কি কি কি নতুন টুইস্ট আসতে চলেছে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥