মাত্র ৯০ দিনেই বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)। সাংসারিক কূটকচালি আর পরকীয়ার ভীড়ে ভিন্ন স্বাদের এই সিরিয়াল টিকতে পারেনি বেশিদিন। তবে অসময়ে পছন্দের সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় সেবার অনুরাগীদের মতোই মন খারাপ হয়ে গিয়েছিল এই সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে’র (Sushmita Dey)।
তবে ‘বৌমা একঘর’ শেষ হওয়ার পর সুস্মিতা কিন্তু থেমে নেই। নাগনাগিনীদের গল্প নিয়ে তৈরী জনপ্রিয় সিরিয়াল ‘পঞ্চমী’র (Ponchami) হাত ধরেই আরও একবার কামব্যাক করেছেন অভিনেত্রী। এই সিরিয়ালের সুবাদেই এখন ছোটপর্দার দর্শকদের কাছে তিনি নতুন নামে,নতুন রূপে পরিচিত। আগের সিরিয়াল মাত্র ৯০ দিনে শেষ হলেও সদ্য পঞ্চমী পূর্ণ করেছে সেঞ্চুরি।
দেখতে দেখতে ১০০ পর্ব অতিক্রম করেছে পঞ্চমী। মঙ্গলবারই সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের ১০০ পর্বের শুটিং। সেই ব্যস্ততার ফাঁকেই এদিন আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে বসেছিলেন সুস্মিতা। প্রসঙ্গত গতবার সুস্মিতা অভিনীত সিরিয়াল বৌমা একঘর ৮০ পর্বও অতিক্রম করতে পারেনি। তাই সেবার খুব হতাশ পড়েছিলেন অভিনেত্রী।
তবে এদিন হৈ হৈ করে পঞ্চমী ১০০ পর্ব অতিক্রম করায় খুশি ধরছে না অভিনেত্রীর। সেই কথা জানিয়েই এদিনের সাক্ষাৎকারে পর্দার পঞ্চমী বলেছেন ‘গত বার খুব খারাপ লেগেছিল। ৯০ দিনের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় খুবই হতাশ হয়েছিলাম। তবে সব খারাপের পরই তো ভাল আসে। আজ আনন্দ হচ্ছে’।
সেইসাথে সুস্মিতার সংযোজন ‘পঞ্চমী’ ১০০ পর্ব অতিক্রম করছে। আগামী দিনে যে ভাবে গল্পের মোড় ঘুরবে তা দর্শকের ভাল লাগবে আশা করি’। এই অল্পদিনের অভিনয় জীবনেই একজন অভিনেত্রী হিসাবে জীবনের প্রাপ্তির কথা বলে এদিন সুস্মিতা জানান, ‘‘অপরাজিতা অপু’ সিরিয়ালে ‘অপু’ চরিত্রে অভিনয়ের পর এখন আবার রাস্তায় বেরোলে দর্শক আমায় ‘পঞ্চমী’ নামে ডাকছে। এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি’।
প্রসঙ্গত সিরিয়ালপ্রেমী শুরু থেকেই দারুন পছন্দ করছেন এই সিরিয়ালটিকে। যার নিয়মিত ছাপ পড়ছে টিআরপি তালিকায়। প্রসঙ্গত পর্দার শত্রু কালনাগিনী অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর সাথে দারুন বন্ধুত্ব সুস্মিতার। তাই তাদের দুজনের নাকি ১০০ পর্বের শুটিংয়ের ফাঁকেই কেক কাটা থেকে শুরু করে বিশেষ খাওয়াদাওয়ার পরিকল্পনাও রয়েছে ।