• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুবন বাদ্যকরের গানে মাতলেন পুলিশকর্মীরা, ‘কাঁচা বাদাম’ গানে পুলিশের নাচ, রইল ভাইরাল ভিডিও

Published on:

Police officers dancing on Bhuban Badyakar's Kacha Badam Song VIral Video

কথায় বলে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন যে কে রাতারাতি সেলিব্রিটি হয়ে পরে সেটা বোঝা দায়! এই যেমন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের জেরে ভাইরাল হয়ে পড়েছিলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। একটা গানের জেরেই আজ গোটা পৃথিবী বিখ্যাত হয়ে পড়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু। এর আগেও একাধিক গান এসেছে তবে সেগুলির ট্রেন্ড কিছুদিন পরেই ফিকে হয়ে গিয়েছে। কিন্তু ‘কাঁচা বাদাম’ কিন্তু আলাদাই চলছে।

বীরভূমের যুবরাজ পুরের সাধারণ একজন বাদাম বিক্রেতা ভুবন বাবু। বাদাম বিকৃতি জন্যই গান বেঁধেছিলেন। যেটা কোনো একজন ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়, সেই যে শুরু হল আজ ওই একটা গানের জেরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন ভুবনবাবু। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই তাঁর গানে মেতে উঠেছে। এবার ভাইরাল গানে মাতলেই পুলিশকর্মীরাও।

Kacha Badam,Bhuban Badyakar,Police Officers Dancing,Police dancing on Kacha Badam,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল ভিডিও,kacha badam dance,viral video

সম্প্রতি এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে পাঁচ জন উর্দিধারী পুলিশকর্মীদের (Police Dancing on Kacha Badam)। যাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা পুলিশকর্মী। তাঁরা সকলে মাইল কাঁচা বাদাম গানের তালে নেচে উঠেছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়ে পড়েছে।

Kacha Badam,Bhuban Badyakar,Police Officers Dancing,Police dancing on Kacha Badam,কাঁচা বাদাম,ভুবন বাদ্যকর,ভাইরাল ভিডিও,kacha badam dance,viral video

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘পুলিশ বলে কি একটু মজা করা যাবে না?’ যদিও ভিডিওতে শেষের দিকে দেখা যাচ্ছে নাচ থামিয়ে পুলিশকর্মীরা নিজেরাও হেসে ফেলেছেন। তবে ভিডিওটি কিন্তু ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে ফেসবুক থেকে টুইটার সমস্ত সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা অনেকেই বেশ মজা পেয়েছেন। তবে কিছুজনের মতে, উর্দি পরে নাচ কেন? এতে উর্দির অসম্মান করা হয়। যদিও নেটিজেনদের কটাক্ষ হামেশাই চলতে থাকে। তবে একটা কথা কিন্তু সত্যিই মানতে হচ্ছে যে, কাঁচা বাদাম গান একপ্রকার অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥