সভ্যতা যত এগিয়েছে, ততই উন্নত হয়েছে মানুষ। প্রতিদিন নানান আবিষ্কার আর নতুন জিনিসের মাঝে বড়োই ব্যস্ত হয়ে উঠেছি আমরা। আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে মুঠোফোন বা ভালো ভাবে বললে স্মার্টফোন। এই স্মার্টফোনের সাহায্যে সোশ্যাল মিডিয়া দিয়ে গোটা পৃথিবীর নানান ছবি ও ভিডিও দেখতে পাওয়া যায় নিমেষের মধ্যেই। আমাদের চারিপাশে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো এই সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতেই পারতাম না।
কখনো কোনো এক নিদারুণ প্রতিভা, তো কখনো কিছু মন ভালো করে দেবার মত জিনিস চোখে পড়ে। আসলে বর্তমান যুগে উন্নতি তো হয়েছে ঠিকই কিন্তু কোথাও যেন হারিয়ে গিয়েছে মানবিকতা। আর সেই মানবিকতার ছবি বা ভিডিও যখন চোখের সামনে ফেসবুক বা ইনস্টাগ্রামে ভেসে ওঠে তখন মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে পড়ে।
সম্প্রতি এক মানবিকতার ছবি দারুন ভাইরাল (Viral Photo) হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কথায় আছে কুকুরেরা মানুষের সবচাইতে ভালো বন্ধু। অবশ্য কথাটা খুব একটা ভুল কিন্তু নয়, যেখানে মানুষ মানুষের পাশা দাঁড়াতে সংকোচ বোধ করে সেখানে কুকুর কিন্তু দ্বিতীয়বার ভাবে না। প্রভুকে কষ্টে থাকতে দেখলে নিমেষের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে তার রক্ষার্থে।
বর্তমানে করোনা পরিস্থিতিতে বেহাল দশা দেশের। ডাক্তার, নার্স থেকে শুরু করে প্রশাসন ও পুলিশকর্মীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বহু জায়গায় সংক্ৰমণ ঠেকাতে লকডাউন শুরু হয়েছে। আর লকডাউনে মানুষের মত অসহায় হয়ে পড়েছে রাস্তার কুকুররাও। এবার রাস্তার এক কুকুরকে কল পাম্প করে জল খাওয়াতে দেখা গেল এক পুলিশ অফিসারকে।
ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ৫৫ হাজারেরও বেশি মানুষ এই ছবিটিতে লাইক করেছেন। ছবিতে অনেকেই মন্তব্য করেছেন এই ধরণের কিছু ছবিই প্রমান করে মানবিকতা এখনো বেঁচে আছে।