করোনা আবহে রোজই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসছে একাধিক মর্মান্তিক ছবি। কখনও অক্সিজেনের ঘাটতি, তো কখনও বেডের অভাবে রোগী মৃত্যু, এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে গোটা দেশ। এরইমাঝে এবার এরই মাঝে জোর করে অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে আগ্রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই কিট পরে পুলিশের সামনে হাঁটু মুড়ে বসে আছেন এক ব্যক্তি৷ পুলিশের কাছে নিজের মাকে বাঁচানোর জন্য হাত জোড় করে কাকুতি-মিনতি করছেন তিনি৷ কিন্তু কোনও কিছুতেই কর্ণপাত করতে অপারগ পুলিশ।
ওই ভিডিওতেই দেখা যাচ্ছে অক্সিজেনের সিলিন্ডার চেয়ে কার্যত পুলিশের পায়ে পড়ে ‘ভিক্ষা’ চাইলেন উত্তর প্রদেশের ১৭ বছরের কিশোর আনশ গোয়াল৷ কার্যত চিৎকার করে তাকে বলতে দেখা যায়, অক্সিজেন না পেলে তাঁর মা মারা যাবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। একজন ‘ভিআইপি’কে দিতেই ওই সিলিন্ডার পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন আনশ। তারপরেই ওঠে সমালোচনার ঝড়।
This is a really heart breaking video.
A man is begging in front of policeman not to take a Oxygen cylinder he has arranged for his mom in Agra, UP.This is a total inhumane act by the police.
Is this how you should treat your fellow citizens Mr Yogi ? pic.twitter.com/Z4qTqsl5rY
— Indian Youth Congress (@IYC) April 28, 2021
যদিও প্রাথমিক ভাবে পুলিশের দাবি ছিল সিলিন্ডারটি খালি ছিল।পুলিশের আরও দাবি ওই কিশোর তাঁর মায়ের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারেননি। তিনি বরং পুলিশের কাছে হাত জোড় করে অনুরোধ করছিলেন অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ এই দাবি করলেও প্রত্যক্ষদর্শীদের বয়ানেই সামনে আসে আসল সত্য। এই ঘটনায় ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন আগ্রা পুলিশেক অ্যাডিশন্যাল ডাইরেক্টর জেনারেল রাজিব কৃষ্ণা। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।