বঙ্গে ফুচকা প্রেমীর অভাব নেই! মেয়েরা তো বটেই ছেলেরাও ফুচকা খেতে কোনো অংশে কম যায়না। তবে ফুচকাওয়ালাদের নিয়ে মাঝে মধ্যেই বিতর্কের সৃষ্টি হয় কখনো ফুচকা কম দেবার মতো বিষয় নিয়ে তো কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। যদিও এই সমস্ত অভিযোগের জেরে ফুচকার জনপ্রিয়তা কমেনি নাম মাত্রও। যেমনটি ছিল তেমনি আছে ফুচকার জনপ্রিয়তা।
কিন্তু, এবার এক ফুচকাওয়ালার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। ফুচকাওয়ালা নাকি ফুচকার তেতুল জলে প্রস্রাব মিশিয়ে বিক্রি করছে। কোনো এক ব্যক্তি সেটি ভিডিও করেছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তেতুল জলে প্রস্রাব মিশিয়ে বিক্রি করছেন ওই ফুচকাওয়ালা। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে। যেমনটা জানা যাচ্ছে ওই ফুচকাওয়ালাটি মহারাষ্ট্রের কোলাপুরের রাঙ্কালা নামক লেকের ধারে নিয়মিত ভাবেই ফুচকা বিক্রি করেন। দোকানের সামনে ফুচকা খাবার জন্য রীতিমত লাইন লেগে যেত।
এমন ঘটনা দেখে প্রচন্ড ক্ষেপে গিয়েছে আমজনতা থেকে ফুচকা প্রেমী সকলেই। প্রচন্ড উত্তেজিত হয়ে শেষমেশ সমস্ত ফুচকার দোকান ভেঙে রাস্তায় ফেলে দে জনতা। তবে এমন ঘটনা এই প্রথম নয় মুম্বাইতে, এর আগেও এরোকম ঘটনার উদাহরণ রয়েছে। আগে এককালে এই ধরণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদমূলক আন্দোলনে রাস্তায় নেমেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ৩০০এরও বেশি ফুচকার দোকানভেঙে ফেলা হয়েছিল আন্দোলনের সময়। এছাড়াও ২০১৭ সালে গুজরাটে এক ফুচকাওয়ালার কুকীর্তি ধরা পড়ে। বাথরুম পরিষ্কারের রাসায়নিক মিশিয়ে ফুচকা বিক্রি করতেন তিনি। ধরা পড়ার পরে ৬ মাসের জন্য জেল হয়েছিল ওই ফুচকাওয়ালার।