ভারতীয় (India) ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra singh dhoni) জনপ্রিয়তা সম্পর্কে মোটামুটি সকলেই আমরা কম বেশি জানি। তার ধৈর্য্য, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, শেষ সময়েও দলকে জয়ের মুখ দেখিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলকে কার্যত নিজের হাতে তৈরী করেছেন তিনি। ২০১১ সালে দেশে এনে দিয়েছেন ওয়ার্ল্ড কাপ। অধিনায়ক হিসেবে ধোনির ভক্ত নয় এমন ভারতীয় বোধহয় হাতে গুনে পাওয়া যাবে। যাকে সকলেই ভগবানের মত শ্রদ্ধা করত হঠাৎ সেই ধোনিই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন।
সম্প্রতি পরিবারের সঙ্গে শিমলা বেড়াতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আর সেখানে গিয়ে একটি ছবি পোস্ট করে গাছ বাঁচানোর বার্তা দিতেই বিপাকে পড়েন MSD। বিতর্কের উৎস তার সেই ছবি ঘিরেই। আসলে ছবিতে ধোনিকে দেখা যাচ্ছে, কাঠের তৈরি একটি ঘরে দাঁড়িয়ে রয়েছেন তিনি, তার পাশেই একটি কাঠের বোর্ডে লেখা “গাছ লাগান, বন বাঁচান” (PLANT TREES SAVE FORESTS)।
The quote is written on a wood ???? & they say " Plant Trees , Save Forest "???? Like a cigarette company built a cancer hospital. https://t.co/jtR1ZygW4x
— Gopal Nath/গোপাল নাথ (@GNATH_) June 25, 2021
মেরুন রঙা টিশার্ট পরে এই বোর্ডের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। তার এই ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, গাছ বাঁচানোর বার্তা দিচ্ছেন অথচ কাঠের পাটাতনের উপরেই সেটা লেখা। অনেকেই হাস্যকর বলেছেন এই প্রয়াসকে। যদিও তার অন্ধ ভক্তরা এই ছবিতে কোনো ত্রুটিই খুঁজে পাননি।
Standing in a cafe made of wood and promoting save trees. That to on a wooden board.???????? https://t.co/eDHhX5X1UV
— मुन्ना भैया (@munnabhaiya01) June 26, 2021
আরও একধাপ এগিয়ে আরেক নেটিজেন সরাসরি বলেছেন, এ ছবি দেখে মনে হচ্ছে, কোনও সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ক্যানসার হাসাপাতল তৈরি করেছে।” যদিও এসবে কোনোদিনই কর্নপাত করেন না ক্যাপ্টেন কুল, এবারেও তার অন্যথা হলনা।