• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“কাঞ্চন অপ্রিয় সত্যি বলতে ভয় পায়, আমি মুখের উপর সত্যি বলি! ” দিদি নং ১ এর মঞ্চে অকপট পিঙ্কি

শ্রীময়ী চট্টোরাজ,কাঞ্চন মল্লিক,জন্মদিন,টলিউড,Shreemoyi chattaraj,kanchan Mullick,Tollywood,পিংকি ব্যানার্জি,দিদি নং ওয়ান,pinky Banerjee

গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমের আলোচ্য বিষয় হয়ে উঠেছিল কাঞ্চন মল্লিকের বৈবাহিক জীবন ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এর সাথে তার পরকীয়ার সম্পর্ক। কাঞ্চন পত্নী পিংকি ব্যানার্জি একাধিক অভিযোগ এনেছিলেন তার স্বামীর বিরুদ্ধে। কাঞ্চনের বিরুদ্ধে FIR দায়ের করে তার স্ত্রী পিঙ্কি জানিয়েছিলেন, কাঞ্চন মদ খেয়ে তার উপর মানসিক অত্যাচার চালান।

যদিও এই বিতর্কের কোনো কিনারা হয়নি, এরমধ্যেই ভাইরাল পিংকি ব্যানার্জির দিদি নং ওয়ানের মঞ্চে গিয়ে বলা কিছু কথার পুরোনো কিলিপংস। তখন থেকেই যে তার ব্যক্তিগত জীবনে বেশ টানাপোড়েন চলছে তাও স্পষ্ট তার কথায়। দিদি নং ওয়ান- এই মুহুর্তে বাংলার বুকে মেয়েদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে এসে মেয়েরা নিজেদের কথা প্রকাশ করেন।

শ্রীময়ী চট্টোরাজ,কাঞ্চন মল্লিক,জন্মদিন,টলিউড,Shreemoyi chattaraj,kanchan Mullick,Tollywood,পিংকি ব্যানার্জি,দিদি নং ওয়ান,pinky Banerjee

তাদের লড়াইয়ের কথা, কষ্ট দুঃখ, অথবা সাফল্যের কথা। রচনা ব্যানার্জির সঞ্চালনায় এই শো-য়ের তুমুল জনপ্রিয়তা রয়েছে। মাঝেমধ্যেই টলিপাড়ার সেলেব দিদিরাও আসেন খেলতে। এমনই কোনো এক পর্বে দিদি নং ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন কাঞ্চন পত্নী পিংকি ব্যানার্জি। এই শো-এ এসেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন পিংকি।

শ্রীময়ী চট্টোরাজ,কাঞ্চন মল্লিক,জন্মদিন,টলিউড,Shreemoyi chattaraj,kanchan Mullick,Tollywood,পিংকি ব্যানার্জি,দিদি নং ওয়ান,pinky Banerjee

পিংকি বলেছিলেন, “দু’জন মানুষ এক ছাদের নীচে থাকে। একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি কথা বলে দেয়। আরেকজন জীবনে কখনও অপ্রিয় সত্যি বলে না। আমি মুখে উপর সত্যি কথা বলি। ও জীবনেও সেটা করে না।” কাঞ্চনের সঙ্গে তাঁর দাম্পত্যকে সাহিত্যের সঙ্গে তুলনা করেছিলেন পিঙ্কি। বলেছিলেন, “আমাদের সম্পর্কে রোম্যান্স আছে, অনুভূতি আছে, রোমাঞ্চ আছে। আবার নৈঃশব্দ্যও আছে।”

প্রসঙ্গত এত কিছুর পরেও শ্রীময়ীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি কাঞ্চন। শ্রীময়ী জানিয়েছিলেন ‘‘গত ১০ বছর ধরে যিনি আমায় আশীর্বাদ, শুভেচ্ছা জানিয়েছেন এ বছর কেন তিনি নিজেকে গুটিয়ে নেবেন? সবাইয়ের মতো তিনিও বলেছেন, ‘তোমার মঙ্গল হোক’।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥