সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বাংলা জুড়ে অসংখ্য দর্শক রয়েছে সিরিয়ালের। আর দিনে দিনে সিরিয়াল প্রেমীদের কাছেও বেড়ে চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। এই মুহুর্তে মিঠাই (Mithai) ছাড়াও জি বাংলার দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল পিলু (Pilu)। এতদিনে হয়তো অনেকেই জেনে গিয়েছেন এই দুটি সিরিয়ালের লেখিকা থেকে প্রোডাকশন হাউস সবই এক।
সিরিয়াল প্রেমীদের কাছে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে সিরিয়ালের জনপ্রিয়তা। সিরিয়ালের দর্শকরা সকলেই জানেন গাড়ি দুর্ঘটনার পর সিরিয়ালে রিকি দ্য রকস্টার হয়ে ফিরে এসেছে সিড। কিন্তু শত্রুদের মুখোশ খুলতে এখন ইচ্ছা করেই রিকির ছদ্মবেশে রয়েছে সিড।
এরইমধ্যে এই রিকির প্রেমিকা হয়ে সিরিয়ালে এন্ট্রি হয়েছে নতুন নেগেটিভ চরিত্র প্রিয়াঞ্জনার। সবাই তাকে অ্যাঞ্জি বলেই ডাকে। কিন্তু তোর্সার পর প্রিয় জুটি সিড মিঠাইয়ের মাঝে এই অ্যাঞ্জি (Angy) কে দু চোখে দেখতে পারছেন দর্শক। তাই যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ালের ট্র্যাক বদলে এই অ্যাঞ্জি কে বিদায় করার দাবি জানাচ্ছেন দর্শক।
এরইমধ্যে আজকের পর্বে সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এই অ্যাঞ্জির বাবা। সিরিয়ালের প্লট অনুসারে তিনি বড় মিউজিক কোম্পানির মালিক। এতক্ষণে সবাই নিশ্চয়ই জেনে ফেলেছেন মিঠাইয়ের এই নতুন চরিত্র টি আসলে কে। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আসলে পিলু সিরিয়ালে আহিরের বাবা চরিত্রের অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Roy) ।
প্রসঙ্গত এই সিরিয়ালের প্রোডাকশন হাউজ এবং লেখিকা এক হওয়ায় অনেক কিছুতেই মিল পাওয়া যায়। যেমন মিঠাইতে সিডের বাবা সমরেশ আর পিলুর বাবা আদিত্য নারায়ণ চরিত্রে রয়েছেন একই অভিনেতা। তেমনই কিছুদিন আগেই মিঠাইয়ের সোম অভিনেতা ধ্রুব পিলুতে এসেছেন মল্লার হয়ে। আর এবার আহিরের বাবা এলেন অ্যাঞ্জির বাবা হয়ে। যার কোনো টাই নজর এড়িয়ে যায়নি নেটিজেনদের।