সিরিয়াল মানেই বাঙালির বিনোদনের ডেলি ডোজ।দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমেই চায়ের আসরের সাথে সাথেই বসে একের পর এক সিরিয়ালের আসর। তাই টিভির পর্দায় পছন্দের চরিত্রদের দেখা সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার রোজকারের অভ্যাসে এসে পরিণত হয়েছে।
তাই সিরিয়ালের পছন্দের চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। উল্লেখ্য অল্প কয়েকদিনেই দর্শকমহলে দারুনজনপ্রিয়তা পাওয়া এমনই একটি নতুন সিরিয়াল হল জি বাংলার এক ভিন্ন স্বাদের ধারাবাহিক পিলু (Pilu)। শাস্ত্রীয় সঙ্গীত কে কেন্দ্র করে তৈরি এই সিরিয়ালের নায়িকা পিলুর নামেই করা হয়েছে এই ধারাবাহিকের নামকরণ।
সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। আর তার বীপরীতে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে টুসু পরবের দিনেই পিলুর সাথে চূড়ান্ত নাটকীয়ভাবে মালা বদল হয়েছে পিলু আর আহিরের।
এরপরেই সদ্য সিরিয়ালে দেখা গিয়েছে রঞ্জার সাথেই আহিরের বিয়ের আয়োজন করা হয়েছিল। এরইমধ্যে আহিরের বাবা সব্যসাচী এসে গুরুজিকে অপমান করতে শুরু করে। ক্ষোভে ফেটে গুরুজির সম্মান রক্ষা করতে রঞ্জা নয় পিলুর সিঁথিতেই সিঁদুর দিয়েছে আহির। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শিবরাত্রি উপলক্ষে শিবের উপাসনায় মেতে উঠেছেন সকলে।
সেখানেই শিবের তাণ্ডব স্তোত্র গাইতে গিয়ে কাশতে শুরু করে আহির। এরপরই তার হয়ে স্তোত্রটি গাইতে গাইতে তান্ডবনৃত্য করতে দেখা যায় ধারাবাহিকের নায়িকা পিলুকে। তবে এর পরেই অজ্ঞান যায় পিলু। তখনই তাকে ধরে নিয়ে ঈশ্বরের সামনেই পিলুর গালে জল দিয়ে ব্রত ভাঙে আহির। এই দৃশ্য দেখে মন্দিরের পুরোহিত বলে ওঠেন ‘ঠিক যেন হর পার্বতীর জুটি’।