বিনোদন আর সিরিয়াল আজকের দিনে হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় এমনই একটি ধারাবাহিক হল ‘পিলু’ (Pilu)। পরকীয়া কিংবা সাংসারিক কূটকচালি থেকে একেবারে আলাদা গান-বাজনার চর্চা নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। শুরুর দিকে সুরমন্ডলে সঙ্গীত চর্চা এবং সেখানকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বেশ ভালোই এগিয়ে চলছিল সিরিয়ালের গল্প।
নায়িকা পিলুর নামেই করা হয় সিরিয়ালের নামকরণ। মূল নায়ক নায়িকা পিলু এবং ussing আহির (Ahir) অল্প দিনেই মন জয় করে নেয় দর্শকদের। দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছে ‘পিহির’। ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন জি বাংলার ডান্স বাংলা ডান্স খ্যাত প্রতিযোগী মেঘা দাঁ (Megha Dawn)। অন্যদিকে নায়ক আহিরের চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roy Chowdhury)-কে।
যদিও এখন সময়ের সাথে সাথে বদলাতে শুরু করেছে সিরিয়ালের গল্প। দিনে দিনে খলনায়িকা রঞ্জাই (Ranjha) হয়ে উঠেছে এই ধারাবাহিকের প্রধান নায়িকা এখন সিরিয়ালে পিলুর পরিবর্তে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে রঞ্জা। ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই কমবেশি খেয়াল করে থাকবেন মূলত রঞ্জার সাথে মল্লারের বিয়ের পর থেকেই বদলাতে শুরু করেছে সিরিয়ালের ট্রাক।
ধারাবাহিকে রঞ্জা আর মল্লার (Mollar) এখন এতটাই গুরুত্ব পাচ্ছে যে প্রধান চরিত্র পিলু আহিরই এখন পার্শ্ব চরিত্রে পরিণত হয়েছে। আর এই বিষয়টিই একেবারে পছন্দ নয় পিলু ভক্তদের। এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের জন্মাষ্টমী স্পেশাল একটি নতুন প্রোমো (New Promo) ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে রঞ্জার বানানো তালক্ষীরে লেবুর রস মিশিয়ে নষ্ট করে দিচ্ছে বিন্দি।
তারপরেই, প্রোমোতে বলা হচ্ছে,কী করে পুজো করবে রঞ্জা? আর এই ভিডিওর কভার ছবিতে দেখানো হয়েছে রঞ্জা সামনে দাঁড়িয়ে আছে, তার এক পাশে মল্লিকা এবং পেছনে সাইডে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে পিলু। এই ছবিই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রোমো দেখে জোর খেপে গিয়েছেন পিলু অভিনেত্রী মেঘা দাঁ-র অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের ফ্যানপেজ গুলোতেই বহিঃপ্রকাশ ঘটেছে সেই ক্ষোভের। রঞ্জাকে কফিতে বিষ মিশিয়ে খাওয়ানো থেকে শুরু করে মল্লারের প্রথম স্ত্রী বিন্দির আসা কিংবা নতুন জন্মাষ্টমীর প্রোমো সবেতেই প্রাধান্য দেওয়া হলো রঞ্জাকেই। তাই ব্যাঙ্গের সুরে সিরিয়ালের নির্মাতাদের উদ্দেশ্যে পিলু ভক্ত দর্শকরা লিখেছেন রঞ্জাকেই যদি সবসময় এত গুরুত্ব দেওয়া হবে তাহলে ধারাবাহিকের নাম পিলু না হয়ে রঞ্জাই দিতে পারতো।