সিরিয়াল মানেই সকলের অত্যন্ত পছন্দের একটি বিষয়।আর আজকাল ঘরে বসেই বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ভিন্ন স্বাদের এই সিরিয়াল গুলি। তাই দিনে দিনে দর্শকমহলেও বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। টিভির পর্দায় পছন্দের চরিত্রদের দেখা সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার রোজকারের অভ্যাসে এসে পরিণত হয়েছে।
তাই পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত যেন গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের কাছে। তাই দর্শকমহলে বাড়তে থাকা বাংলা সিরিয়ালের এই চাহিদার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত আনা হচ্ছে ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে এমনই এক ভিন্ন স্বাদের বাংলা সিরিয়াল পিলু (Pilu)।
গান-বাজনা,শাস্ত্রীয় সঙ্গীত কে কেন্দ্র করে তৈরি এই সিরিয়ালের নায়িকা পিলুর নামেই করা হয়েছে এই ধারাবাহিকের নামকরণ। সিরিয়ালে পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। আর তার বীপরীতে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে টুসু পরবের দিনেই পিলুর গ্রাম সোনাইঝুড়িতে দেবী টুসুর সামনেই চূড়ান্ত নাটকীয়ভাবে মালা বদল হয়েছে পিলু আর আহিরের। সংবাদমাধ্যমের দৌলতে ইতিমধ্যেই সেদিনের ভিডিও এসেছে সকলের সামনে। ইতিমধ্যেই দেখা গিয়েছে সত্যিটা জানা মাত্রই তড়িঘড়ি গোপনে রঞ্জার সাথে আহিরের বিয়ের ঠিক করেছে ঋজুলা।
এরইমধ্যে চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পরিকল্পনা মতো রঞ্জার সাথেই আহিরের বিয়ের সমস্ত আয়োজন পাকা হয়ে গিয়েছে। এরইমধ্যে আহিরের বাবা সব্যসাচী এসে গুরুজিকে অপমান করতে শুরু করে। ক্ষোভে ফেটে পড়ে পিলুর গ্রামের লোকজনও। তাই সকলের প্রশ্নের মুখে এখন আহির। তবে শেষমেশ পিলু নাকি রঞ্জা কার সিঁথিতে উঠবে সিঁদুর সেটাই দেখার।