• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর থেকেই চলছে ষড়যন্ত্র! নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া পিলু, রইল নতুন প্রোমো ভিডিও

সিরিয়াল মানেই বাঙালির বিনোদনের ডেলি ডোজ।দিনে দিনে দর্শকমহলে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমেই চায়ের আসরের সাথে সাথেই বসে একের পর এক সিরিয়ালের আসর। তাই টিভির পর্দায় পছন্দের চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল প্রেমীদের।

অল্প কয়েকদিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার এমনই একটি সিরিয়াল পিলু (Pilu)। একেবারে ভিন্ন স্বাদের এই ধারাবাহিকে শুরু থেকেই বিশেষ গুরুত্ব পেয়েছে গান। বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত। এই সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার বীপরীতে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।

   

পিলু,Pilu,রঞ্জা,Ranjha,আহির,Ahir,প্রোমো ভিডিও,Promo Video

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়ে গিয়েছে পিলু আর আহিরের। কিন্তু আদতে আহিরের বিয়ে করার কথা ছিল গুরুজির মেয়ে রঞ্জার সাথে। সেই বিয়ের মন্ডপেই রাগের মাথায় গুরুজির সম্মান রক্ষা করতে পিলুকে বিয়ে করে নিয়েছিল আহির। সেসময় পিলুর গ্রাম সোনাইঝুড়ির লোকজনদেরও পিলুর হয়ে সাওয়াল করতে দেখা গিয়েছিল।

এরই মধ্যে সম্প্রতি নতুন মোড় নিয়েছে সিরিয়াল।এতদিন পর দেখা যাচ্ছে সেই বিয়ের দিন রঞ্জার সাথে আহিরের বিয়ে আটকাতে পিলুই গ্রামের লোকজনকে গুরুকুলে ডেকে এনেছিল। সম্প্রতি বাড়ির সবার সামনে এসেছে এমনই একটি ভিডিও। অথচ এসবের কিছুই জানে না পিলু। কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছে না। বড় ম্যাডামের মতোই কথা শোনায় ওস্তাদজি আহির।

পিলু,Pilu,রঞ্জা,Ranjha,আহির,Ahir,প্রোমো ভিডিও,Promo Video

কিন্তু আসল সত্যিটা হল এর সবটাই হল রঞ্জার কারসাজি। সেই ইচ্ছা করে ফাঁসিয়েছে পিলুকে। কারণ এখনও সে আহিরের সাথে পিলুর বিয়ে কিছুতেই মানতে পারছে না। তাই এসব করছে। কিন্তু পিলুও ঠিক করেছে যে করেই হোক সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তার জন্য ইতিমধ্যেই বাড়ির সবার কাছে ২ দিন সময় চেয়ে নিয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই পর্বের ভিডিও।