গানে গানে মিষ্টি প্রেমের গল্প বলতে অতি সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল পিলু (Pilu)।এই ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে শহরের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের প্রিয় ছাত্র আহির।আর ঘটনাচক্রে পিলুই হল জনপ্রিয় আদিত্য নারায়ণের মেয়ে। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউই একে অপরের আসল পরিচয় জানে না। পিলুর মা কল্যাণী বরাবরের জন্য নিজেকে দূরে রেখেছে পিলুর বাবার থেকে। তাই ছোটো থেকেই পিলুর জানে না তার বাবার নাম পরিচয়।
এসবের মধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে আহিরের হাত ধরেই এই আদিত্য নারায়ণের গুরুকূলে গান শিখতে এসেছে পিলু। গুরুজি আহিরকেই দিয়েছেন পিলুকে তালিম দেওয়ার দায়িত্ব। অন্যদিকে শুরু থেকেই পিলুকে একেবারেই সহ্য করতে পারছে না গুরুজির মেয়ে রঞ্জা। সে মনে মনে আহির কে ভালোবাসে। তাই সে পিলুকে আহিরের আশেপাশে দেখে রাগে জ্বলছে সে।
এরইমধ্যে সিরিয়ালে দেখা যায় গুরুকুলে ধুমধাম করে পালন করা হচ্ছে গুরুজির মেয়ে রঞ্জার জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে গুরুজি তার মেয়েকে দামি একটা হার উপহার দেন। সেই হারটাই রঞ্জা পিলুকে দেয় তার ঘরে রেখে আসার জন্য।অন্যদিকে প্রতিবারের মতো এবারও তার জন্মদিন উপলক্ষে শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে বেরিয়ে বিশেষ একটা গান গেয়ে শোনায় আহির।
আর তখনই সকলের অনুরোধে নাচ করে দেখায় পিলু। এতেই ভীষণ রেগে যায় রঞ্জা এবং তার মা ঋজুলা পিলুর নাচ দেখে রাগে গজগজ করতে করতে ওপরে চলে যায় তারা। এরপর নীচে নেমে এসেই রঞ্জা পিলুকে তার হারটা এনে দিতে বলে। কিন্তু পিলু হারের যে বক্স টা নিয়ে আসে তা খুলতেই দেখা যায় বক্স টা পুরো ফাঁকা। কিন্তু বক্স টা রাখার দায়িত্ব যেহেতু পিলুকে দেওয়া হয়েছিল তাই সকলের সামনেই তাকে চুরির অপবাদ দেওয়া হয়।