• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রাহ্মণ হয়েও মুসলিমের সাথে প্রেম! ‘পিলু’র রাইয়ের মনের মানুষ অভিনেত্রীকে জন্মদিনে দিলেন দারুণ সারপ্রাইজ

পিলু,সৌমি চক্রবর্তী,রাই,সৌমি চক্রবর্তীর জন্মদিন,pilu,soumi Chakraborty,rai,soumi Chakraborty birthday

ইদানীং জি বাংলার পর্দায় শুরু হওয়া এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল পিলু (Pilu)। শুরু থেকেই এই সিরিয়ালের অভিনব বিষয়বস্তু মন ছুঁয়েছে দর্শকদের। একঝাঁক তারকাখচিত এই ধারাবাহিকের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার বীপরীতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।

এছাড়াও পিলু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমি চক্রবর্তী (Soumi chakraborty)। গুরুকূলেরই অন্যতম সদস্য তিনি, ধারাবাহিকে তার চরিত্রের নাম রাই (Rai)। ইতিমধ্যেই এই মিষ্টি মেয়ের অভিনয় মন কেড়েছে দর্শকদের। পিলুর আগে জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল রানি রাসমণি ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমী চক্রবর্তী।

পিলু,সৌমি চক্রবর্তী,রাই,সৌমি চক্রবর্তীর জন্মদিন,pilu,soumi Chakraborty,rai,soumi Chakraborty birthday

গত ৩ রা মে ছিল অভিনেত্রীর জন্মদিন। এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলেছিলেন অভিনেত্রীর প্রেমিক। তাই বলাই বাহুল্য এই টেলি সুন্দরীর মনে এখন ভরা বসন্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় আড়ি পাতলেই চোখে পড়ে প্রেমিকের সাথে কাটানো তার নানান মিষ্টি মুহুর্তের ছবি। কখনও সুইমিং পুলের জলে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন তাঁরা, কখনও আবার নাইটক্লাবে জমিয়ে এনজয় করছেন নিউ ইয়ার পার্টি।

পিলু,সৌমি চক্রবর্তী,রাই,সৌমি চক্রবর্তীর জন্মদিন,pilu,soumi Chakraborty,rai,soumi Chakraborty birthday

পর্দার রাই-য়ের মনের মানুষের নাম আসলে শাহনাওয়াজ খান। এদিন প্রেমিকার জন্মদিনে তাকে আদরে ভরালেন শাহনাওয়াজ। নিজের বাড়িতে সৌমিকে ডেকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়ে তাকে চমকে দেন শাহনাওয়াজ। কেক, বেলুন, মোমবাতিতে সাজানো তার গোটা ঘর৷ কেক কাটার পর তাকে উপহারেও ভরিয়ে দেন শাহনাওয়াজের বাড়ির লোক। আর এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥