• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পত্তির উপর লোভ, মল্লারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করবে পিলু! ভাইরাল টানটান উত্তেজনাপূর্ন প্রোমো

পিলু,বাংলা সিরিয়াল,নতুন প্রোমো,মল্লার,ধ্রুব সরকার,Pilu,Bengali serial,Dhrubo Sarkar,promo

জি বাংলায় সাম্প্রতিককালে যেসব ধারাবাহিক গুলি শুরু হয়েছে তার মধ্যে অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পিলু (Pilu)। গান এই ধারাবাহিকের মুখ্য বিষয়বস্তু, তাই হটকে কাহিনীর এই ধারাবাহিক মন ছুঁয়েছে দর্শকদের। তারকাখচিত এই সিরিয়ালে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। তার বিপরীতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আহির চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)কে।

সিরিয়ালের জোরদার কাস্ট আর গল্পের নতুনত্বই ধারাবাহিককে দর্শকদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে আরও এক নতুন চরিত্র। বলা ভালো নতুন খল নায়কের চরিত্র জুড়েছে ধারাবাহিকে। পিলুতে মল্লার রায়চৌধুরী নামক এই চরিত্রে দেখা মিলবে অভিনেতা ধ্রুব সরকারের। মিঠাই ধারাবাহিকে সোম চরিত্রে অভিনয় করেন তিনি।

পিলু,বাংলা সিরিয়াল,নতুন প্রোমো,মল্লার,ধ্রুব সরকার,Pilu,Bengali serial,Dhrubo Sarkar,promo

মল্লার এসেছে প্রতিশোধ নিতে৷ তার বাবা দাদুর উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতেই সে এসেছে। সম্পর্কে সে আহিরের খুড়তুতো ভাই। কিন্তু তিনি যে মোটেই ভালো উদ্দেশ্য নিয়ে আসেননি তা প্রমাণ হয়ে গেল নতুন প্রোমো সামনে আসতেই।

ভিডিওতে দেখা গেল, শুরুতেই বাড়ির সম্পত্তির ফাইল পত্র হাঁতাতে যাচ্ছে সে আর তাকে হাতেনাতে ধরে পিলু। সকলেই জানি, রিজুলার মন ভুলিয়ে সুরমন্ডলে প্রবেশ করেছে মল্লার। কিন্তু পিলু তাকে ধরে ফেললেও উলটে পিলুর ঘাড়েই দোষ চাপায় সে, এবং রিজুলা বলে আমি আসলে জানতাম যে পিলু সম্পত্তির লোভে এই বাড়িতে রয়েছে। কিন্তু পিলু জানায় সে একদিন প্রমাণ করে দেবে কে আসল দোষী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥