• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের পর্দায় ফিরছেন ‘পিলু’ অভিনেত্রী মেঘা দাঁ, ধারাবাহিক শেষ হতে না হতেই সুখবর দিলেন নায়িকা

Published on:

Pilu fame actress Megha Daw is making a comeback to the television

স্টার জলসা এবং জি বাংলায় (Zee Bangla) এখন যেন ধারাবাহিক শেষের মরসুম চলছে। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় নতুন সিরিয়াল। পুজোর পরে পরেই যেমন শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। সেই জায়গায় এখন দেখানো হচ্ছে ‘মিঠাই’। অপরদিকে ‘মিঠাই’এর স্লটে দেখানো হচ্ছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’।

ভিন্ন স্বাদের ধারাবাহিক ‘পিলু’র জনপ্রিয়তা প্রথম থেকেই দর্শকদের মধ্যে বেশ ভালোই ছিল। পিলু-ওস্তাদ জি এবং রঞ্জা-মল্লারের কাহিনী দেখতে বেশ ভালোলাগত দর্শকদের। তাই স্বাভাবিকভাবেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর বেশ মন খারাপ হয়ে গিয়েছিল তাঁদের। তবে এবার ‘পিলু’র অনুরাগীদের বড় সুখবর দিলেন অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)।

Pilu, Megha Daw

‘পিলু’ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই জানা গিয়েছে, নতুন নায়িকার সঙ্গে পর্দায় ফিরছেন ওস্তাদ জি ওরফে অভিনেতা গৌরব রায় চৌধুরী। শ্রুতি দাসের সঙ্গে জুটি বেঁধে ‘রাঙা বৌ’ নিয়ে আসছেন অভিনেতা। এবার পর্দায় ফেরার সুখবর দিলেন পর্দায় ‘পিলু’ অর্থাৎ অভিনেত্রী মেঘাও।

জি বাংলার ‘পিলু’ মেঘার প্রথম ধারাবাহিক ছিল। কিন্তু তা সত্ত্বেও নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর তাঁকে বেশ মিস করছিল দর্শকরা। তাই এবার আচমকাই নিজের পর্দায় ফেরার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন মেঘা।

Pilu, Megha Daw

‘পিলু’ শেষের পর ফের একবার জি বাংলার হাত ধরেই পর্দায় ফিরছেন মেঘা। যদিও এবার কোনও সিরিয়ালে দেখা যাবে না তাঁকে। বরং জি বাংলারই জনপ্রিয় শো ‘রান্নাঘর’এ দেখা যাবে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজে এই সুখবরটি দিয়েছেন মেঘা।

পর্দার ‘পিলু’র শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের একটি চুড়িদার পরে বসে রয়েছেন তিনি। খোলা চুল, পরনে মানানসই গয়না- সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত দেখাচ্ছেন মেঘাকে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘জি বাংলার রান্নাঘর’। যদিও তাঁর এপিসোডটি কবে সম্প্রচারিত হবে তা এখনই জানাননি মেঘা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥