• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথমা কাদম্বিনীর গান টুকে চলছে পিলু! জি বাংলার কান্ড দেখে রেগে আগুন সোলাঙ্কির ভক্তরা

পিলু,প্রথমা কাদম্বিনী,গান,স্টার জলসা,জি বাংলা,সোলাঙ্কি রায়,Pilu,zee bangla,star jalsha,solanki roy

বিকেলের আকাশে সূর্যিমামা ডোবার পর থেকেই বাঙালির বাড়িতে বাড়িতে চালু হয় বোকাবাক্স। আর এই বোকাবাক্স অর্থাৎ টেলিভিশনে সন্ধ্যা হলেই শুরু হয় নানান সিরিয়াল (Serial)। এই সিরিয়াল দেখায় যেন সংসারের হাজার কাজের ফাঁকে একটু নিজের জন্য অবকাশ সাথে বিনোদন। যদিও সিরিয়াল আর শুধু বিনোদনে নেই রোজকার জীবনের অঙ্গে পরিণত হয়েছে। তাই তো একেবারে নেশার মত সময় হলেই রিমোট হাতে নিয়ে সোজা টিভির পর্দার সামনে হাজির হয়ে পড়েন বাড়ির মেয়েরা

বাংলা সিরিয়ালের মধ্যে একটি জনপ্রিয় সিরিয়েল হল প্রথমা কাদম্বিনী। ষ্টার জলসায় (Star Jalsha) প্রতিদিন বিকালে এই সিরিয়ালটি দেখতেন বাঙালি দর্শকেরা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy) অভিনীত এই ধারাবাহিকটি। কিন্তু শেষ হলেও আজও মানুষের মনে গেঁথে রয়েছে এই ধারাবাহিক।

প্রথম কাদম্বিনী Prothoma Kadombini Serial Closing

এর মাঝেই জানিয়ে রাখি দুই জনপ্রিয় চ্যানেল জি বাংলা আর স্টার জলসার মধ্যে চলা রেষারেষি আজকের নয়। মোটামুটি সবসময়ই তা চলতে থাকে। এই মুহুর্তে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে জি বাংলায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক পিলু। এবার এই ধারাবাহিকের বিরুদ্ধেই উঠল বড়সড় অভিযোগ।

পিলু,প্রথমা কাদম্বিনী,গান,স্টার জলসা,জি বাংলা,সোলাঙ্কি রায়,Pilu,zee bangla,star jalsha,solanki roy

যারা ‘প্রথমা কাদম্বিনী ‘ দেখতেন তারা জানেন, এই ধারাবাহিকে খুব ব্যবহার হত সাহানা বাজপেয়ীর একটা গান, ‘আমার হাত বান্ধিবী পা বান্ধিবী মন বান্ধিবী কেমনে’। সম্প্রতি এই গানটিই ব্যবহার করা হয়েছে পিলুতে৷ যা দেখে রেগে আগুন প্রথমা কাদম্বিনীর দর্শকেরা।

পিলু,প্রথমা কাদম্বিনী,গান,স্টার জলসা,জি বাংলা,সোলাঙ্কি রায়,Pilu,zee bangla,star jalsha,solanki roy

পিলু আসলে গানের উপর ভিত্তি করেই তৈরি একটা ধারাবাহিক, তাই এখানে বিভিন্ন ধরণের গান ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি এই গানটি ব্যবহার করায় রেগে লাল হয়ে যেতে দেখা যায় সোলাঙ্কি প্রেমীদের। তাদের বক্তব্য ‘স্টার জলসার’ টুকে টুকেই জি বাংলা চলছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥