• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঙ্গুবাঈয়ের রোমান্টিক গানে কাছাকাছি পিলু আহির! অভিনেত্রী মেঘার অসাধারণ নাচে মুগ্ধ নেটিজেনরা

Published on:

পিলু,আহির,মেঘা দাঁ,গৌরব চৌধুরী,নাচ,ভিডিও,রিল,pilu,ahir,megha daw,Gourab Chowdhury,reel

মাস খানেক হল জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পিলু (Pilu)। বিগত কিছুদিন পুরোনো অনেক সিরিয়াল বন্ধ হয়ে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি নতুন সিরিয়াল হল ‘পিলু (Pilu)’। গানকে নিয়েই একটা আস্ত প্রেমেরকাহিনী দেখানো হচ্ছে এই সিরিয়ালে। সিরিয়ালে পিলু চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মেঘা দাঁ (Medha Daw)।

নতুন শুরু হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জিততে বেশ সক্ষম হয়েছে পিলু। পিলু অভিনেত্রী মেঘা আসলে একজন ভালো নৃত্য শিল্পী কিন্তু নিজের অভিনয়ের পথ চলা শুরু করলেন গানের সিরিয়ালের হাত ধরে। এর আগে ডান্স বাংলা ডান্স এর মঞ্চে নাচের মধ্যে দিয়েই সকলের মন জয় করেছিল পিলু। সিরিয়ালের জেরে বাস্তবেও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন মেঘা। আর তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।

পিলু,আহির,মেঘা দাঁ,গৌরব চৌধুরী,নাচ,ভিডিও,রিল,pilu,ahir,megha daw,Gourab Chowdhury,reel

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে পিলুর গ্রামে চলছিল টুসু পরব। আর সেই পরবের শুভ দিনে দেবী টুসুর সামনেই চূড়ান্ত নাটকীয়ভাবে মালা বদল হয়ে যায় পিলু আর আহিরের। গুরুকুলে এসে প্রথমে এই বিয়ের কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল পিলু আর আহির। কিন্তু সংবাদমাধ্যমের দৌলতে ইতিমধ্যেই একথা কানে এসেছে রঞ্জার মা ঋজুলার কানে। তারপরেই সে পুরোহিত ডেকে ঠিক করে নেয় পরের দিনেই আহিরের সাথে রঞ্জার বিয়ে দিয়ে দেবে।

পিলু,আহির,মেঘা দাঁ,গৌরব চৌধুরী,নাচ,ভিডিও,রিল,pilu,ahir,megha daw,Gourab Chowdhury,reel

কিন্তু ইতিমধ্যেই নতুন প্রোমোতে দেখানো হয়েছে রঞ্জা নয় গুরুজীর সম্মান রক্ষা করতে পিলুকেই সিঁদূর পরায় আহির। আর এতেই যে দর্শকেরা বেজায় খুশি তা তো বলাই বাহুল্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় তুমুল ভাইরাল হয়েছে পিলু আর আহিরের অফস্ক্রীণ কেমিস্ট্রি। দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, আর তাদের রসায়ন বেশ পছন্দের দর্শকদের।

পিলু,আহির,মেঘা দাঁ,গৌরব চৌধুরী,নাচ,ভিডিও,রিল,pilu,ahir,megha daw,Gourab Chowdhury,reel

এবার ‘গাঙ্গুবাঈ’ ছবির ‘যব সাইয়া’ গানে কাছাকাছি আসতে দেখা গেল পিলু এবং আহিরকে৷ এই রোমান্টিক গানে প্রথমে নাচতে শুরু করেন মেঘা, এরপর তার পিছন থেকে এসে গৌরব চেপে ধরেন তার হাত। আর এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥