• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পিলু’ শেষ হতেই কাজ পেয়ে গিয়েছেন নতুন সিরিয়ালে, রইল অভিনেত্রীর নাম-পরিচয়

Published on:

Pilu actress Soumi Chakraborty will play a new role in Nim fuler madhu

অবশেষে গতকাল রবিবাসরীয় সন্ধ্যায় টিভি পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘পিলু’ (Pilu)। তবে এই সিরিয়াল শেষ হতে না হতেই নতুন সিরিয়ালে কাজের সুযোগ পেয়ে গেলেন এই সিরিয়ালের রাইমা অভিনেত্রী সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty)। সিরিয়ালের তিনি সুরমন্ডলে রঞ্জা,রঙ্গনদের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

যদিও এই সিরিয়ালে আসার অনেক আগেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে কমলা চরিত্রে অভিনয়ের সুবাদেই চর্চায় উঠে এসেছিলেন তিনি। এছাড়াও জি বাংলার বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন সৌমি। আর এবার পিলু শেষ হতেই জি বাংলার নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি।

পিলু,Pilu,সৌমি চক্রবর্তী,Soumi Chakraborty,নিম ফুলের মধু,Nim Fuler Madhu,রুচিরা,Ruchira,নতুন সিরিয়াল,New Serial

প্রসঙ্গত আজ অর্থাৎ ১৪ নভেম্বর থেকে রাত আটটায় টিভির পর্দায় সম্প্রচারিত হতে চলেছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু'(Nim Fuler Madhu)। এই সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিকে। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে সৌমি নিজেই শেয়ার করে নিয়েছিলেন তার আসন্ন সিরিয়ালের নতুন লুক। সেই পোস্টেই দেখা গিয়েছে খোলা চুলে অভিনেত্রীর পরনে রয়েছে নীল সাদা সালোয়ার কামিজ, কানে ঝুমকো।

পিলু,Pilu,সৌমি চক্রবর্তী,Soumi Chakraborty,নিম ফুলের মধু,Nim Fuler Madhu,রুচিরা,Ruchira,নতুন সিরিয়াল,New Serial

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছিলেন ‘১৪ ই নভেম্বর থেকে আমি রুচিরা (Ruchira) হয়ে নতুন ভাবে আপনাদের সামনে আসব প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায়। নিম ফুলের মধু অবশ্যই দেখতে হবে আর অনেক ভালোবাসা দিতে হবে।  আমার পাশে এই ভাবেই আপনারা থাকবেন। আমাকে ভালবাসবেন আশীর্বাদ করবেন আমি যাতে আরো ভালো ভালো কাজ করে যেতে পারি। ধন্যবাদ জি বাংলা’।


প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। ধারাবাহিকে তার বিপরীতে জুটি বাঁধছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সংগীত অভিনেতা রুবেল দাস (Rubel Das)। ধারাবাহিকে তাদের অর্থাৎ পর্ণা আর সৃজনের দেখেশুনে একেবারে পরিবারের মতে বিয়ে হতে চলেছে। এখন দেখার মায়ের আঁচলে বাধা এই ছেলে বিয়ের পর বৌয়ের পাশে কিভাবে দাঁড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥