জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল ‘পিলু’ (Pilu)। আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারে আলাদা গান-বাজনার চর্চা নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তারকাখচিত এই সিরিয়ালে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)। সিরিয়ালের জোরদার কাস্ট আর গল্পের নতুনত্বই ধারাবাহিককে দর্শকদের মধ্যে আরও বেশি করে জনপ্রিয় করে তুলেছে।
শুরু থেকেই এই সিরিয়ালের মূল নায়ক নায়িকা পিলু এবং আহির (Ahir) পরবর্তীতে সময়ের সাথে সাথে বদলাতে শুরু করে সিরিয়ালের গল্প। খলনায়িকা রঞ্জাই (Ranjha) দিনে দিনে হয়ে ওঠে মূল নায়িকা। তাই এখন সিরিয়ালে পিলুর পরিবর্তে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে রঞ্জা। সেই এখন সিরিয়ালের প্রধান নায়িকা হয়ে উঠেছে। তাই নিয়ে কিন্তু পিলু ভক্তদের মধ্যে ক্ষোভের শেষ নেই।
তবে ধারাবাহিকে পিলুকে যতই সাইড করে দেওয়া হোক না কেন দর্শকদের ভালবাসা কিন্তু তার সাথেই রয়েছে। পিলু হওয়ার পর মেঘার জীবনে ইদানিং এসেছে বিরাট পরিবর্তন। তাই এখন মাক্স পরে রাস্তাঘাটে বেরোলেও দর্শকরা তাকে চিনতে পারেন ভালোবাসা জানিয়ে আশীর্বাদ করেন। দর্শকদের এই নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে মন থেকে খুশি হন পিলু অভিনেত্রী মেঘা দাঁও।
তবে নৃত্যশিল্পী মেঘা দাঁ থেকে ছোট পর্দার পিলু হয়ে ওঠা মোটেই সহজ ছিল না অভিনেত্রীর কাছে। অভিনেত্রীর কথায় শুরু থেকেই নাচই তার জীবনের একমাত্র ধ্যান গান ছিল। নাচের বাইরে তিনি যে কখনো অভিনয় করবেন একথা আগে তিনি ভাবেননি। কিন্তু ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হয়ে আসার পর থেকেই রাতারাতি বদলে যায় তার ভাগ্য। নাচের এই রিয়ালিটি শো-এর প্রতিযোগী হয়ে এসেই জি বাংলার মতো চ্যানেলে প্রথম সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান মেঘা।
পিলু হাওয়ার পর থেকেই ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত এখন নাকি পাল্টে গিয়েছে তার জীবনের সমস্ত রুটিন। এখন দর্শকরা তাকে মেঘা থেকে অনেক বেশি পিলু নামেই চেনেন। সম্প্রতি টিভি নাইন বাংলার সাথে নিজের সম্পর্কে খোলামেলা আড্ডায় অভিনেত্রী জানিয়েছেন এটা তার প্রথম কাজ। আর পিলু সিরিয়ালের গোটা টিমের মধ্যে যে বন্ডিংটা রয়েছে একমাত্র সেই কারণেই তিনি এতটা সহজ ভাবে কোনরকম ভয় ছাড়াই অত্যন্ত সাবলীল ভাবে অভিনয় করতে পারছেন।
যার জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন দর্শকদের ভালোবাসা আর বাবা-মায়ের আশীর্বাদকে। তবে পর্দার অন স্ক্রিন আর অফস্ক্রিন পিলুর মধ্যে কতটা মিল বা অমিল রয়েছে তা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন তাদের দুজনের মধ্যে যেমন অনেক মিল রয়েছে তেমন অনেক অমিলও রয়েছে। মিল বলতে গেলে পিলুও নাচ করতে ভালোবাসে তার তিনি নিজে তো একজন নৃত্যশিল্পীই। তবে পিলুর আর তার মধ্যে যেটা সবথেকে বড় পার্থক্য যেটা তা হলো কঠিন পরিস্থিতিতেও পিলু নিজের মাথা ঠান্ডা রাখতে পারে, কিন্তু মেঘার রাগটা একটু বেশি।