
জি বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘পিলু’। গত বছরেই শাস্ত্রীয় সংগীতের চর্চা নিয়ে শুরু হয়েছিল জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। যা আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছিল এই সিরিয়ালকে। প্রথমদিকে টিআরপিতে বেশ ভালই স্কোর করলেও দিনে দিনে টিআরপি তলানিতে ঠেকতে শুরু করে।
এখনকার দিনের যে কোন সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই শেষ কথা।তাই টিআরপি তালিকায় পিছিয়ে থাকার কারণে অসময়েই বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। সমস্ত জল্পনাকে সত্যি করে ইতিমধ্যেই মাত্র ১০ মাসে সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। প্রসঙ্গত গত বছরেই জি বাংলার নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী ছিলেন পিলু অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)।
ফাইনালেও পৌঁছেছিলেন মেঘা। নাচের এই মঞ্চ থেকেই রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল তাঁর। পিলুর অন্তিম পর্বের শুটিং শেষের পর সম্প্রতি একটি বিষয়কে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী।তা হল পর্দার পিলু অভিনেত্রী মেঘার ব্যক্তিগত জীবন। প্রসঙ্গত নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে মেঘার নাচের গুরু হিসাবে দেখা গিয়েছিল এক জনপ্রিয় কোরিওগ্রাফারকে (Dance Choreographer)।
শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে ফিসফাস নাচের এই গুরুর সাথেই সম্পর্কে রয়েছেন সকলের প্রিয় পিলু। সম্প্রতি ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই জল্পনা। তবে এবার সমস্ত জল্পনা উড়িয়ে মুখ খুলেছিলেন খোদ পিলু অভিনেত্রী মেঘা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তারা দুজনে ছোটবেলার খুব ভালো বন্ধু।তাই যেটা রটেছে সেটা সম্পূর্ণ মিথ্যে।
View this post on Instagram
সেইসাথে অভিনেত্রী ও জানিয়েছেন একটি ইউটিউব চ্যানেল তাদের সম্পর্ক নিয়ে গসিপ তৈরি করেছে।আর এই খবর পাওয়া মাত্রই ভীষণ চটে গিয়েছেন মেঘা। মেজাজ হারিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোন প্রেম করছেন না। তবে ভবিষ্যতে কোন সম্পর্ক তৈরি হলে সেটা লুকিয়ে রাখবেন না। কিন্তু কথায় আছে ‘যা রটে তার কিছু তো বটে’! তাই অনেকের মতে মেঘা মুখে যাই বলুন না কেন তার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরী হয়েছে তা নাকি সত্যি।