নতুন বছরের শুরুতেই এক নতুন প্রেমের গল্প নিয়ে জি বাংলার পর্দায় হাজির হয়েছে নতুন ধারাবাহিক ‘পিলু'(Pilu)। সিরিয়ালের নায়িকা পিলুর নামেই করা হয়েছে এই ধারাবাহিকের নামকরণ। বয়স বেশিদিন না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। তবে এখনও পর্যন্ত সাপ্তাহিক টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করতে না পারলেও প্রথম দশের মধ্যেই থাকে পিলু।
সিরিয়ালের নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw) । ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই ভাগ্যের চাকা ঘুরে যায় মছলন্দপুরের মেয়ে মেঘার। সিরিয়ালে অভিনয় করার সুবাদে একসময়ে মনের মধ্যে বুনতে থাকা স্বপ্ন গুলোই চোখের সামনে সত্যি দেখে এককথায় আপ্লুত মেঘা। তবে সবটাই যে অত্যন্ত সহজ ছিল, তা কিন্তু নয়।
প্রথম প্রথম অভিনয় করতে একটু সমস্যাই হত পর্দার পিলুর। কিন্তু সময়ের সাথে সাথে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় অভ্যস্ত হয়ে সমস্ত জড়তা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। মেঘা আসলে নাচের জগতের মানুষ,আর এই সিরিয়ালের সুবাদে এসে পড়েছেন গানের জগতে। আর প্রথমবার ধারাবাহিকে অভিনয় করতে এসে শুটিংয়ের সেটেই ‘র্যাগিং’-এর মুখে পড়তে হয়েছে তাকে।
আর এক্ষেত্রে তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সিরিয়ালের সহ অভিনেতা তথা আহির চরিত্রের অভিনেতা গৌরব রায় চৌধুরীর বিরুদ্ধে। পর্দার পিলুর স্পষ্ট অভিযোগ ” সারাক্ষণ আমার লেগপুল করে। আর লেগপুলটা এমন পর্যায়ে করে যে ওই র্যাগিংয়ের মতোই। কোনও কারণ ছাড়াই আমায় কেস খাইয়ে দেয়। সিরিয়াস সিনে এমন একটা এক্সপ্রেশন দিল যে আমার হাসি পেয়ে গেল। ডিরেক্টর রেগে যায়। কাউকে তো বলতেও পারছি না যে কেন হাসছি।”
তবে নায়ক একা নয় এই ‘র্যাগিং’-এ তার সঙ্গ দেন সিরিয়ালের, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অভিজিৎও। কিন্তু ইন্ডাস্ট্রিতে নবাগতা অভিনেত্রী কে হঠাৎ এমন ‘র্যাগিং’-এর কারণ কি? উত্তরে গৌরব জানান “ও যাতে আরও ফ্লেক্সিবিল হয়ে যায়। যেন ভয় না পায়, সেই কারণেই ওর সঙ্গে এগুলো করা হয়।”